ধর্মশালা: চিনের কমিউনিস্ট পার্টির (Communist Party of China) ২০তম ন্যাশনাল কংগ্রেস (National Congress) চলার সময় প্রতিবাদ মিছিলে সামিল হলেন ভারতে বাসবাসকারী তিব্বতীয়রা। রবিবার হিমাচল প্রদেশের (Himachal Pradesh) ধর্মশালায় (Dharamsala) এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয় তিব্বতিয়ান যুব কংগ্রেসের (Tibetan Youth Congress) উদ্যোগে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্তমানে চিনের শাসকদল কমিউনিস্ট পার্টির ২০তম ন্যাশনাল কংগ্রেস চলছে। ঠিক সেই সময়ে তিব্বতীয়দের উপর চিনের অত্যাচার ও অনাচারের প্রতিবাদ জানাতে এই মিছিলের আয়োজন করে তিব্বতিয়ান যুব কংগ্রেসের নেতৃত্ব। রবিবার বিকেলে ধর্মশালার কাছেরি ক্রশিংয়ের (Kachehri crossing) রাস্তায় দেখা যায় তিব্বতীয়রা মিছিল করে যেতে যেতে চিনের সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। দীর্ঘদিন ধরে তাঁদের উপর চিনের শাসকদল যে অত্যাচার চালাচ্ছে তার বিরুদ্ধে সরব হয়ে উঠছেন।

গত ৬ দশক ধরে তিব্বতের (Tibet) উপর চিনের অবৈধভাবে দখলদারির প্রতিবাদ জানিয়ে রবিবার একটি বিবৃতিও প্রকাশ করে তিব্বতিয়ান যুব কংগ্রেসের সদস্যরা। তিব্বতীদের ধর্ম ও সংস্কৃতিকে ধব্বংস করার যে নীতি চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্ব নেওয়া হয়েছে তার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে ওই বিবৃতিতে।

আন্তর্জাতিক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের প্রকাশিত নতুন প্রতিবেদন অনুযায়ী, চিনা কর্তৃপক্ষ সম্মতি না নিয়ে সমগ্র অঞ্চলজুড়ে তিব্বতের জনগণ, শিশু এবং প্রাপ্তবয়স্কদের ডিএনএ-এর নমুনা সংগ্রহ করছে। ওই প্রতিবেদনে তিব্বতের ‘অপরাধ সনাক্তকরণ’ কর্মসূচির আড়ালে ব্যাপক ডিএনএ ডাটাবেস সংগ্রহের প্রমাণও রয়েছে। ১৯৫০-এর দশকে অবৈধ দখলদারিত্বের পর থেকে চিন সর্বদা তিব্বতের সম্পূর্ণ জাতিকে ধব্বংস করার চক্রান্ত করেছে। তারা ছয় দশকেরও বেশি সময় ধরে তিব্বতের জনগণকে নিপীড়ন করেছে, যা এখনও অব্যাহত রয়েছে। তিব্বতে বসবাসকারী জনগণের কোনও মৌলিক মানবাধিকার নেই, সবসময় তাঁরা কমিউনিস্ট পার্টির কঠোর নজরদারির নিয়ন্ত্রণে থাকে। যদি তাঁরা কোনও চিনা নীতি এবং নিয়ম মেনে না চলে তবে তাঁদের শাস্তি বা কারাদণ্ড দেওয়া হয়।