স্বাধীনতা দিবসের দুপুরে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল মহারাষ্ট্রের পিম্পরি-চিঞ্চওয়াডে (Pimpri-Chinchwad)। ম্যানহোলে নেমে কাজ করতে গিয়ে মৃত্যু হল তিন শ্রমিকের। শুক্রবার ঘটনাটি ঘটেছে নিগডি এলাকার একটি ড্রেনেজ চেম্বারে। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি এক ব্যক্তি। চারজনই বিএসএনএলের কর্মী বলে জানা যাচ্ছে। এদিন আন্ডারগ্রাউন্ডে অপটিকাল ফাইবারের কাজ করতে নেমেছিলেন তাঁরা। আর তখনই ঘটে বিপত্তি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকল আধিকারিকরা। তাঁরাই সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য
পুলিশসূত্রে খবর, এদিন সাড়ে ৩টে নাগাদ চেম্বারে নামেন এক কর্মী। সেখানে তাঁর কিছু সমস্যা হওয়ায় তাঁকে উদ্ধার করতে একে একে তিনজন নামেন। সেথানেই তাঁরা অসুস্থ হয়ে পড়েন। যাঁরা ওপরে ছিলেন, তাঁরাই বিপদ বুঝে থানায় খবর দেয়। এরপর তাঁদের অসুস্থ অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। দেহগুলি ইতিমধ্যেই পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ
জানা যাচ্ছে, মৃত তিনজনই বিএসএনএলের চুক্তিভিত্তিক কর্মী ছিলেন। তাঁদের নাম দত্তা হোলারে, লক্ষণ ধাওরে এবং সাহেবরাও গিরসেপ। কীভাবে এরকম দুর্ঘটনা ঘটল, চেম্বারে নামার সময় পর্যাপ্ত প্রস্তুতি ছিল কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে তদন্তকারীরা।