প্রতীকী ছবি (File Image)

নাসিকের (Nashik) পঞ্চবতিতে মর্মান্তিক দুর্ঘটনা। সোমবার দুপুরে স্থানীয় তিন নাবালক একটি নির্মীয়মাণ আবাসন সাইটে যায়। সেখানে খেলতে গিয়ে অসাবধানতায় গর্তে পড়ে জলে ডুবে মৃত্যু হয় ৩ নাবালকের। মৃত ৩ জনেরই বয়স ১০ বছরের মধ্যে। ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকারী দল এসে তাঁদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার পর নিহতদের পরিবার ও স্থানীয় বাসিন্দা নাসিক-মালেগাঁও রাজ্য সড়ক অবরোধ করে। তাঁদের দাবি, অবিলম্বে ওই নির্মান সংস্থা ও তাঁর মালিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে এবং পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। এই নিয়ে দীর্ঘক্ষণ রাজ্যসড়কে বন্ধ থাকে যান চলাচল। পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়।

খেলতে গিয়ে ঘটে বিপত্তি

জানা যাচ্ছে, ওই নির্মীয়স্থলে দীর্ঘদিন ধরেই কাজ চলছিল। আর সেখানে বিশেষ নিরাপত্তা ছিল না। যে কারণে সবসময়ই এলাকার বাচ্চারা সেখানে খেলতে যেত। গত কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ায় কাজ বন্ধ ছিল। এবং একটি জায়গা খোড়াখুড়ি করে গর্ত বানিয়ে রেখে দিয়েছিল কর্মীরা। সোমবার খেলতে খেলতে সেখানেই চলে যায় বাচ্চারা। আর তার জেরেই ঘটে বিপত্তি।

সড়ক অবরোধ করে বাসিন্দারা

তিন নাবালক পড়ে যাওয়ায় বাকিরা এলাকায় গিয়ে খবর দেয়। তারপর স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেয়। সেখান থেকে উদ্ধারকারী দল এসে গর্ত থেকে শিশুদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃতস বলে ঘোষণা করেন। ঘটনার পর ক্ষোভে ফেঁটে পড়ে এলাকাবাসী। নির্মান সংস্থার মালিকের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ শুরু করেন তাঁরা। যদিও পুলিশ তাঁদের সঙ্গে কথা বললে অবরোধ তুলে দেওয়া হয়।