গত শুক্রবার ঝাড়়খণ্ডের ধানবাদে (Dhanbad) একটি কয়লাখনি এলাকায় ভূমিধসের কবলে পড়েছিল একটি শ্রমিকদের গাড়ি। পাথরের ধাক্কায় গাড়িটি ৪০০ ফুট গভীরে পড়ে যায়। আর নীচে ছিল জলাশয়। সেখানেই তলিয়ে যায় গাড়ির চালক সহ যাত্রীরা। ঘটনার পর কেটে গিয়েছে ২৪ ঘন্টা। এখনও পর্যন্ত চালক সহ ৩ জনের মরদেহ উদ্ধার করা গেলেও নিখোঁজ রয়েছেন বীরভূমের খয়রাশোল এলাকার বাসিন্দা গয়াসুর দাস। তাঁর খোঁজে চলছে তল্লাশি অভিযান।
এএমপিএলের খোলামুখ খনি এলাকায় ঘটে দুর্ঘটনা
জানা যাচ্ছে, কাটরাস জেলার কাটাপাহাড়ির রামকানাল এলাকায় এএমপিএলের খোলামুখ খনিতে কর্মরত ছিলেন এই কর্মীরা। এদিন কাজের জন্য বেরিয়েছিলেন গয়াসুররা। সেই সময়ই ঘটে ভূমিধস। তখন একটি বড় পাথরের চাই এসে গাড়িতে ধাক্কা মারে। আর তাতেই গাড়ি গিয়ে পড়ে জলাশয়ে। গতকাল ২ জনের দেহ উদ্ধার করা হয়। অন্যদিকে আজ চালকের দেহ উদ্ধার করা হয়।
নিখোঁজ বাংলার শ্রমিক
তবে এখনও পাওয়া যায়নি বছর ৫০-এর গয়াসুরের দেহ। এখনও তল্লাশি অভিযান জারি রেখেছে এনডিআরএফ ও বিসিসিএলের সদস্যরা। খয়রাশোলের বাসিন্দা এই সংস্থায় ১০-১১ বছর ধরে কর্মরত ছিলেন। তাঁকে নিয়ে উদ্বিগ্ন তাঁর পরিবারের সদস্যরা।