Kangana Ranaut (Photo Credit: Instagram)

কৃষক আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য করে দলের শীর্ষ নেতৃত্বের ধমক খেয়ে কটা দিন চুপ ছিলেন বিজেপি সাংসদ-অভিনেত্রী কঙ্গনা রানওয়াত (Kangana Ranaut )। তবে মহারাষ্ট্র-ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের আগে ফের আসরে কঙ্গনা।  ভোটের প্রচারে বেরিয়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (CM Yogi Adityanath) বলেছিলেন, বাটোগে তো কাটোগে (ভাগ করলে কাটা পড়বে)। প্রশাসনের সর্বোচ্চ পদে থাকা যোগীর এই বিতর্কিত মন্তব্যে সমালোচনা ঝড় বয়ে যায়। তবে কঙ্গনা তাঁর দলের মুখ্যমন্ত্রী যোগীর মন্তব্যকে পুরোপুরি সমর্থন করে মান্ডির তারকা সাংসদ বললেন, " এই মন্তব্য (বাটোগে তো কাটোগে) দেশের ঐক্য আনার জন্য করা হয়েছে। "

দেখুন কী বললেন কঙ্গনা রানওয়াত

এরপর কঙ্গনা বললেন,"ছোটবেলার থেকে আমাদের শেখানো হয়েছে ঐক্যই হল শক্তি। যদি আমরা সবাই একসঙ্গে থাকি তাহলে আমরা সুরক্ষিত থাকব, কিন্তু আলাদা হয়ে গেলেই কাটা পড়ব। আমাদের দল হল সনাতনী পার্টি। আমাদের রাজনৈতিক দল পাক অধিকৃত কাশ্মীরকে একসঙ্গে আনতে চায় কিন্তু বিরোধীরা চক্রান্ত করে দেশের মানুষদের মধ্য়ে বিভেদ করার চেষ্টা করছে। কিন্তু বিরোধীদের সেই চেষ্টা ব্যর্থ হয়।"