যে জনস্ত্রোত দেখিয়ে রাজনৈতিক ময়দানে নিজের জমি শক্ত করতে পা ফেলেছিলেন, সেই জনতার ভিড় এবার থালাপতি বিজয়ের (Thalapathy Vijay) মাথাব্যাথার অন্যতম কারণ হয়ে উঠতে চলেছে। কারণ শনিবার তামিলনাড়ুর কারুরে টিভিকে জনসভায় ঘটল ভয়ঙ্কর ঘটনা। রাজনৈতিক নেতা হওয়ার আগে বিজয় একজন তামিল সুপারস্টার। ফলে তাঁকে দেখতে এবারেও ভিড় জমিয়েছিলেন অসংখ্য মানুষ। আর সেই ভিড়ের জন্য ঘটল পদপিষ্টের ঘটনা। কারুরের জনসভায় বিশৃঙ্খলার কারণে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩০ জনের। আহতের সংখ্যা অসংখ্য। মৃত্যুর সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ

এই দুর্ঘটনার কারণে জনসভা মাঝপথে বন্ধ করে দিতে বাধ্য হন থালাপতি বিজয়। হতাহতদের ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে কারুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। প্রশাসন সূত্রে খবর তামিলাগা ভেত্রি কাজাগাম দলের পক্ষ থেকে পুলিশের কাছে আগেই অনুমতি নেওয়া হয়েছিল। তবে সেখানে ১০ হাজার মানুষের জমায়েত হওয়ার কথা উল্লেখ ছিল। কিন্তু ব়্যালিতে ৫০ হাজর থেকে ৬০ হাজার মানুষের ভিড় হয়েছিল। যাদের মধ্যে মহিলা ও শিশুরাও ছিলেন। যা সামলাতে হিমসিম খেতে হয় পুলিশের। ফলে উদ্যোক্তাদের ভুল অনুমানের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

দেখুন ভিডিয়ো

দুর্ঘটনার দুঃখপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী

প্রসঙ্গত, টিভিকে প্রতিষ্ঠার দিন থেকে শুরু করে আজ পর্যন্ত যখনই কোথাও থালাপতি বিজয় জনসভা করতে গেছেন, তখনই জনসমুদ্র হয়েছে। তবে কখনই এরকম বিশৃঙ্খল পরিস্থিতি হয়নি। এদিনের দুর্ঘটনার পর টিভিকে দলের পক্ষ থেকে এখনও কোনও বার্তা দেওয়া হয়নি। অন্যদিকে, স্থানীয় ডিএমকে বিধায়ক ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখছে। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ঘটনার দুঃথপ্রকাশ করেছেন। এবং আগামীকাল হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন।