মুম্বই, ২৮ সেপ্টেম্বরঃ উৎসবের মরসুমে বাণিজ্য নগরী মুম্বইয়ে বড়সড় সন্ত্রাসী হামলার সতর্কতা জারি করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলো। উৎসবের আনন্দকে বিষাদে পরিণত করতে ফের মুম্বইকে (Mumbai) নিশানা করা হচ্ছে। গোপন সূত্রে গোয়েন্দা সংস্থার কাছে খবর এসেছে, মুম্বইয়ে সন্ত্রাসী হামলা হতে পারে। সম্ভাব্য সন্ত্রাসী হামলার আভাস পাওয়া মাত্রই শহর জুড়ে বাড়ানো হল নিরাপত্তা।
মুম্বইয়ের বিভিন্ন ধর্মীয় স্থান, জনবহুল এলাকা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের কড়া নজরদারি বসানো হয়েছে। কোনরকম সন্দেহজনক কার্যকলাপ দেখলেই তৎক্ষণাৎ মুম্বই পুলিশের হেড কোয়াটারে রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে মোতায়েন পুলিশ বাহিনীকে। সন্ত্রাসী হামলা নিয়ে বিন্দুমাত্র ঝুঁকি নিতে নারাজ রাজ্য পুলিশ।
মুম্বইয়ে নাশকতার ছক...
Mumbai, Maharashtra | Security has been heightened after receiving inputs of a threat of a terrorist attack. After the alert, tight security arrangements have been made at religious places and other crowded places. All temples in Mumbai city have been instructed to remain alert…
— ANI (@ANI) September 28, 2024
মুম্বই পুলিশের উচ্চপদস্ত কর্মকর্তা জানান, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর এসেছে মুম্বইয়ে ফের জঙ্গি হামলার ছক কষা হচ্ছে। এরপরেই শহরের বিভিন্ন প্রান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সতর্কমূলক সব ধরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। জনবহুল এলাকায় নিরাপত্তায় যেন কোন গাফিলতি না থাকে তা নিশ্চিত করতে বলা হয়েছে প্রশাসনের তরফে। পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানের কর্তৃপক্ষদের সতর্ক কড়া হয়েছে।