Tejas: পাহাড়ি এলাকায় অভিজ্ঞতা বাড়াতে তেজসকে ব্যবহার বায়ু সেনার
চিন ও পাকিস্তান সীমান্তের কাছে পাহাড়ি এলাকায় বিমান ওড়ানোর দক্ষতা বাড়াতে এই সিদ্ধান্ত ভারতীয় বায়ুসেনার
পাহাড়ি এলাকায় বিমান চালানোর অভিজ্ঞতার প্রয়োজন তাই ভারতীয় বায়ুসেনার তরফে পাহাড়ি এলাকায় তেজস ফাইটার (Tejas Fighter) জেটগুলিকে ওড়ানোর ক্ষেত্রে পাইলটদের অভিজ্ঞতা বাড়ানোর জন্য পাঠানো হল জম্মু ও কাশ্মীরে (Jammu & Kashmir)।
প্রতিরক্ষা দফতরের মুখপত্রের তরফে জানানো হয়েছে, এলসিএ ফ্লিটগুলিকে পাঠানো হয়েছে সামনের বেসগুলির দিকে পাহাড়ি এলাকায় ওড়ানো এবং অন্যান্য কাজের জন্য। সেখানে ফাইটার বিমানের পাইলটরা ভালোভাবে বিমান ওড়াতে পারবে"।
কেন্দ্রের আওতায় থাকা এই সমস্ত এলাকাগুলিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারবেস রয়েছে ভারতীয় সেনার।যা চিন ও পাকিস্তানের দিকে নজর রাখা সহ অন্যান্য কাজে সহায়তা করে।
ভারতীয় বায়ুসেনার তরফে তেজসের ওপর নির্ভরতা বাড়ানো হচ্ছে সেই কারণে পাহাড়ি এলাকায় সহ বিভিন্ন ক্ষেত্রে এই বিমান নিয়ে যাতে পাইলটরা আরও বেশি সাবলীল হয়ে ওঠে তার জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে।
এর পাশাপাশি ভাতীয় প্রতিরক্ষামন্ত্রকের তৈরী তেজস ২ এর প্রত্যাশায় রয়েছে বায়ু সেনা। ভারতের তৈরি বিমানগুলি চিন ও পাকিস্তানের থেকে অনেক বেশি সমর্থ ও কার্যকরী। পাকিস্তান ও চিনের তৈরী JF17 বিমানের থেকে অনেকটাই বালো মানের বিমান তৈরি করে ভারতের প্রতিরক্ষা বিভাগ।