Burqa Controversy: তসলিমা নাসরিনের বিস্ফোরক মন্তব্যের কড়া জবাব গায়ক এ আর রহমানের কন্যা খাতিজার
'একুশ শতকেও বোরখা। তোমায় দেখলে আমার দম বন্ধ হয়ে আসে', এই মন্তব্য করেন লেখিকা তসলিমা নাসরিন। এই বিস্ফোরক মন্তব্যের জেরে ওঠে নিন্দার ঝড়। সব সময়ই ধর্মীয় গোঁড়ামি ও অন্যায়ের বিরুদ্ধে সরব হতে দেখা যায় তাঁকে। কিন্তু এর ফলে তিনি জড়িয়ে পড়েন নতুন নতুন বিতর্কে। এ আর রহমানের মেয়ে খাতিজা । পরিবারের অন্য সদস্যরা বোরখা না পরলেও তাঁকে পরতে দেখা যায় । আর তাঁর বোরখা পরার বিরুদ্ধে শুধুমাত্র তসলিমাই নন, এর আগে মন্তব্য করেছিলেন অনেকেই ।
মুম্বই, ১৭ ফেব্রুয়ারি: 'একুশ শতকেও বোরখা। তোমায় দেখলে আমার দম বন্ধ হয়ে আসে', এই মন্তব্য করেন লেখিকা তসলিমা নাসরিন (Writer Taslima Nasreen)। এই বিস্ফোরক মন্তব্যের জেরে ওঠে নিন্দার ঝড়। সব সময়ই ধর্মীয় গোঁড়ামি ও অন্যায়ের বিরুদ্ধে সরব হতে দেখা যায় তাঁকে। কিন্তু এর ফলে তিনি জড়িয়ে পড়েন নতুন নতুন বিতর্কে। এ আর রহমানের (A R Rahman) মেয়ে (Daughter) খাতিজা রহমান (Khatija Rahman) পরিবারের অন্য সদস্যরা বোরখা (Burqa) না পরলেও তাঁকে পরতে দেখা যায় । আর তাঁর বোরখা পরার বিরুদ্ধে শুধুমাত্র তসলিমাই নন, এর আগে মন্তব্য করেছিলেন অনেকেই ।
তবে কারও কথায় গুরুত্ব দেননি খাতিজা । বছর খানেক আগে খাতিজার বোরখা পরার বিরুদ্ধে সরব হন অনেকেই । তখন খুব শান্তভাবে এর প্রতিবাদ করেছিলেন এ আর রহমান । কোনও অনুষ্ঠানে তোলা একটি ছবি পোস্ট করেন তিনি । সেখানে উপস্থিত ছিলেন তাঁর পরিবারের সব মহিলারা । খাতিজা ছাড়া কাউকেই বোরখা পরতে দেখা যায়নি । ছবির ক্যাপশনে লেখেন, "আমার পরিবারের মূল্যবান মহিলা খাতিজা, রহেমা ও সাইরার সঙ্গে নীতা অম্বানিজি ।" আর সেখানেই হ্যাশট্যাগ দিয়ে লেখেন '#ফ্রিডমটুচুজ়'।
আরও পড়ুন, ভোটার আইডি নাগরিকত্ব প্রমাণের চূড়ান্ত প্রমাণ হতে পারে না, জানাল গুয়াহাটি হাইকোর্ট
View this post on Instagram
Been only a year and this topic is in the rounds again..there’s so much happening in the country and all people are concerned about is the piece of attire a woman wants to wear. Wow, I’m quite startled. Every time this topic comes the fire in me rages and makes me want to say a lot of things..Over the last one year, I’ve found a different version of myself which I haven’t seen in so many years. I will not be weak or regret the choices I’ve made in life. I am happy and proud of what I do and thanks to those who have accepted me the way I am. My work will speak, God willing.. I don’t wish to say any further. To those of you who feel why I’m even bringing this up and explaining myself, sadly it so happens and one has to speak for oneself, that’s why I’m doing it. 🙂. Dear Taslima Nasreen, I’m sorry you feel suffocated by my attire. Please get some fresh air, cause I don’t feel suffocated rather I’m proud and empowered for what I stand for. I suggest you google up what true feminism means because it isn’t bashing other women down nor bringing their fathers into the issue 🙂 I also don’t recall sending my photos to you for your perusal 🙂
A post shared by 786 Khatija Rahman (@khatija.rahman) on
তসলিমা নাসরিন এ আর রহমানের মেয়েকে উদ্দেশ্য করে যা লিখেছিলেন,"আমি এ আর রহমানের গান ভালোবাসি। কিন্তু তাঁর মেয়েকে দেখলে যেন দম আটকে আসে। শিক্ষিত পরিবারে এখনও বোরখার চল। যাঁর বাবা কিনা আন্তর্জাতিক ব্যক্তিত্ব। এখনও কুসংস্কারমুক্ত হতে পারল না খাতিজা।"
তসলিমা নাসরিনের মন্তব্যের জবাব বেশ শান্তভাবেই দেন খাতিজা রহমান। তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে লেখেন,"দেশে অনেক কিছুই ঘটছে। সেসব চিন্তা না করে আমার বোরখা নিয়ে দেশেরকিছু লোক আবার উদ্বিগ্ন। আমি যা আছি, যেমন আছি, যেভাবে আছি তাতে খুশি। আমার কোনও বিষয় নিয়ে আক্ষেপ নেই। আমার পোশাকের কারণে আপনার দম বন্ধ হয়ে যাচ্ছে। তার জন্য দুঃখিত। আপনি দোয়া করে খোলা হাওয়ায় শ্বাস নিন। আমি কিন্তু এই পোশাকে কষ্ট পাচ্ছি না। কারোর বাবাকে এভাবে ইস্যু বানাবেন না।"
তসলিমা-খাতিজার বোরখা নিয়ে তরজায় তোলপাড় ইন্টারনেট দুনিয়া। কারোর বক্তব্য তসলিমা কারও পোশাক, পছন্দ নিয়ে কথা বলতে পারেন না। আবার কারোর মতে আজকের যুগে সত্যিই ইটা আশা করা যায় না। যদিও এ বিষয়ে এ আর রহমানকে এখনও পর্যন্ত মুখ খুলতে দেখা যায়নি।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)