Vote (Photo Credit: File pic)

চেন্নাই, ২২ ফেব্রুয়ারি: তামিলনাড়ুর শহরাঞ্চলের স্থানীয় নির্বাচনের (Tamil Nadu Urban Local Body Election) ভোটগণনা চলছে। দক্ষিণের এই রাজ্যে ২১টি কর্পোরেশন, ১৩৮টি মিউনিসিপ্যালিটি এবং ৪৮৯টি টাউন পঞ্চায়েতের ভোটগ্রহণ হয়েছিল শনিবার, ১৯ ফেব্রুয়ারি। সেই ভোটেরই ফলপ্রকাশ হচ্ছে আজ। ভোটদানের হার ছিল ৬০.৭%। ভোটগণনার প্রাথমিক প্রবণতায় দেখা যাচ্ছে রাজ্যের শাসক দল ডিএমকে অনেকটা এগিয়ে রয়েছে। ১৮টি মিউনিসিপ্যালিটিত, ৮২টি টাউন পঞ্চায়েতে ইতিমধ্যেই জিতে গিয়েছে স্ট্যালিনের দল।

ডিএমকে-কে আপাতত সেভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারছে না রাজ্যের প্রধান দল জয়ললিতার এআইএডিএমকে। বিজেপিও সেভাবে কোথাও এখনও ছাপ ফেলতে পারছে না। আরও পড়ুন: দেশে নতুন করোনা রোগী ১৩,৪০৫ জন, মৃত ২৩৫

লাইভ আপডেট-

  • রাজ্যের ২১টি কর্পোরেশনের ভোট গণনা চলছে, ২১টিতেই এগিয়ে রাজ্যের শাসক দল  ডিএমকে।

গত বছর পশ্চিমবঙ্গের সঙ্গেই বিধানসভা নির্বাচন হয়েছিল তামিলনাড়ুর। কংগ্রেসের সঙ্গে জোট করে লড়া DMK সেই ভোটে বিপুল ভোটে জিতেছিল।

  • কঠোর নিরাপত্তায় চলছে গণনা। বিভিন্ন জায়গা থেকে ডিএমকে-র প্রার্থীদের এগিয়ে থাকার খবর আসছে

দেখুন টুইট

  • ভেল্লোর কর্পোরেশনের ৩৭ নম্বর ওয়ার্ডে ৪৯ বছরের এক রূপান্তরকামী প্রার্থী ডিএমকে-র হয়ে ভোটে লড়ে জিতলেন। গঙ্গা নায়েক নামের সেই রূপান্তরকামী প্রার্থী জিতলেন।

দেখুন টুইট

Ganga Nayak, a 49-year-old transgender, who contested on behalf of DMK in ward 37 in Vellore Corporation has won! #TnLocalBodyElection https://t.co/MuHTWGzmiT

  • AIADMK-চেন্নাইয়ের কিছু ওয়ার্ডে ভাল ফল করছে। তবে সামগ্রিকভাবে তাদের ফল আপাতত হতাশজনক।