তামিলনাড়ু সফরে দলীয় কর্মসূচিতে গিয়ে রাজ্যের শাসক দল ডিএমকে-র পরিবারতান্ত্রিক রাজনীতিতে নিয়ে চরম কটাক্ষ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু শাহ-কে পাল্টা শুনতে হল পরিবারতন্ত্রের খোঁচা। এখন দেশের সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থা বিসিসিআইয়ের কার্যত প্রধান হয়ে কাজ করছেন সচিব জয় শাহ। যিনি হলেন অমিত শাহ-র ছেলে। জয় শাহ-র ক্রিকেট বোর্ডের ক্ষমতায় বসা নিয়ে ফের কটাক্ষ শুনতে হল অমিত শাহকে।
যা নিয়ে ডিএমকে-র মন্ত্রী উদয়নিধি স্ট্যালিন বললেন, " আমি শুধু অমিত শাহ-কে একটাই প্রশ্ন করব। আপনার ছেলে ক্রিকেটে কতগুলো রান করেছে বা উইকেট নিয়েছে? তাহলে উনি বুঝে যাবেন সবটা।"
দেখুন টুইট
Tamil Nadu minister takes a dig at #AmitShah
(@PramodMadhav6)https://t.co/Wy5KRoCHac
— IndiaToday (@IndiaToday) July 30, 2023
অমিত শাহ-র দাবি শুধুমাত্র করুনানিধির ছেলে বলেই এমকে স্ট্যালিন মুখ্যমন্ত্রী হয়েছেন। আর স্ট্যালিনের ছেলে বলেই উদয়নিধি রাজ্যের মন্ত্রী হয়েছেন। উদয়নিধি পাল্টা বলেন, শাহ জদি নিজের ছেলে তো বটেই তার দলের জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, দেবেন্দ্র ফদনবিশ, বসুন্ধরা রাজেরাদের কথা বোধহয় ভুলে গিয়েছেন।