
দিল্লি, ১১ এপ্রিল: তহাউর রানা (Tahawwur Rana) পাকিস্তানের (Pakistan) সর্বোচ্চ গ্যালান্ট্রি পুরস্কার নিশান-ই-হায়দর পুরস্কার দাবি করে লস্কর জঙ্গিদের জন্য। মার্কিন প্রশাসনের কাছে কাছে মুম্বই হামলার অন্যতম মূল মাথা তাহাউর রানা এমনই দাবি করে। তাহাউর রানাকে ভারতের (India) হাতে তুলে দেওয়ার পর এমনই জানানো হয় ট্রাম্প (Donald Trump) প্রশাসনের তরফে।
প্রসঙ্গত ২০০৮ সালে মুম্বইতে হামলা (Mumbai Attack) চালায় লস্কর-ই-তইবার জঙ্গিদের (Terrorist) একটি দল। যেখানে ১০ জঙ্গির একটি দল মুম্বইতে হামলা চালায়। হমালর সময় আজমল কাসব নামে এক জঙ্গিকে জ্ব্যান্ত পাকড়াও করে মুম্বই পুলিশ (Mumbai Police)। মুম্বই হামলার মূল চক্রী ডেভিড কোলম্যান হেডলিকে জেরার পর তাহাউর রানার নাম উঠে আসে। তাহাউর রানাকে যখন জেরা করা হয়, সেই সময় সে দাবি করে, যে লস্কর জঙ্গিরা ভারতে হামলা চালিয়েছে, তাদের পাকিস্তানের সর্বোচ্চ গ্যালান্ট্রি পুরস্কার নিশান-ই-হায়দরে ভূষিত করা হোক।
জানা যায়, পাকিস্তানি সেনাদের (Pakistani Army) এই নিশান-ই-হায়দর পুরস্কার দেওয়া হয়। এবার সেই পুরস্কার লস্কর জঙ্গিদের দেওয়া হোক বলে দাবি করে তাহাউর রানা।
'ভারতীয়দের এটাই প্রাপ্য'
মার্কিন যুক্তরাষ্ট্রের (US) বিচার বিভাগীয় সংস্থার তরফে জানানো হয়, মুম্বই হামলার পর ডেভিড কোলম্যান হেডলির সঙ্গে তাহাউর রানার কথোপকথন হয়। সেখানেই হেডলির কাছে রানা দাবি করে, মুম্বইতে যা হয়েছে, তা 'ভারতীয়দের প্রাপ্য'। 'ভারতীয়দের সঙ্গে এটাই হওয়া উচিত' বলে তাহাউর রানা দাবি করে বলে এক বিবৃতিতে জানায় আমেরিকা। ২০০৮ সালের ২৬ সেপ্টেম্বর মুম্বইতে যে হামলা চলে, তার জেরে ১৬৬ জনের প্রাণ যায়। যাঁদের মধ্যে ৬ মার্কিন নাগরিকও ছিলেন।
২০০৮ সালের জঙ্গি হামলা
২০০৮ সালে আরব সাগরের মাধ্যমে মুম্বইতে প্রবেশ করে লস্কর-ই-তইবার একটি দল। সিএসটি স্টেশন থেকে লিওপল্ড ক্যাফে, তাজ হোটেলে গুলি বর্ষণ শুরু করে জঙ্গিরা। নির্মমভাবে মানুষ খুন শুরু হয়। লস্করের ১০ জনের দলে কাব ছাড়া বাকিদের পালটা গুলিতে ঝাঁঝরা করে দেয় ভারত। জীবিত জঙ্গি আজমল কাসবকে আটকের পর তাকে আন্ডা সেলে রাখা হয় কড়া নিরাপত্তার ঘেরাটোপে। অবশেষে আজমল কাসবকে ফাঁসির সাজা দেওয়া হয়। ২০১২ সালে পুণের জেলে ফাাঁসি দেওয়া হয় আজমল কাসবকে।
২০০৮ সালে লস্কর জঙ্গিরা যে হামলা চালায়, তার জেরে মুম্বইতে ১.৫ বিলিয়ন সম্পত্তির ক্ষতি হয় বলে জানা যায়।