Sunny Deool With Dharmendra And Prakash Kaur (Photo Credit: Sunny Deol/Instagram)

তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ...দামিনি সিনেমায় এই সংলাপটা দিয়ে গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছিলেন বলিউড তারকা সানি দেওল। কিন্তু সাংসদ হওয়ার পর নিজেই সংসদে একটার পর একটা তারিখ মিস করেছেন সানি। ২০১৯ লোকসভা নির্বাচনে ধর্মেন্দ্র-হেমা মালিনী পুত্র সানি দেওলকে পঞ্জাবের গুরদাসপুর কেন্দ্র থেকে দাঁড় করায় বিজেপি।

নিজের স্টারডম কাজে লাগিয়ে কংগ্রেসের তারকা প্রার্থী সুনীল জাকরকে হারিয়ে সাংসদও হন গদর তারকা। কিন্তু সাংসদ হয়ে সংসদে পুরোপুরি ফ্লপ শো সানির। সদ্য সমাপ্ত সংসদের শীতকালীন অধিবেশনেও একদিনও উপস্থিত ছিলেন না সানি। গত সাড়ে তিন বছরে সংসদে খুব কম দেখা গিয়েছে তাঁকে।

দেখুন টুইট

সংসদে মাত্র একবারই প্রশ্ন করেন, যেখানে গড়ে অন্য সাংসদরা ১৫৬ বার প্রশ্ন করতে ওঠেন। সোশ্যাল মিডিয়াতেও সানি সেভাবে রাজনৈতিক পো্ট করেন না, বরং নিজের সিনেমা, ব্র্যান্ডের হয়ে গলা ফাটান। নিজের সংসদীয় এলাকাতেও সময় দেন না। পঞ্জাব বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয় বিজেপি-র। সেই সময়ও সানি সেভাবে সময় দেননি। দলের বেশ কিছু নেতা তার ভূমিকায় বিরক্ত। মথুরা থেকে হেমা মালিনীর জায়গায় ২০২৪ লোকসভায় কঙ্গনা রানওয়াতকে দাঁড় করাতে পারে বিজেপি। এমন জল্পনা চলছে। সানি দেওলকেও ২৪-এ প্রার্থী না করা হলে অবাক হওয়ার কিছু থাকবে না।