সম্প্রতি কলোম্বিয়ায় গিয়ে একটি বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সেখানে বিজেপি ও আরএসএসকে নিয়ে মন্তব্য করার পাশাপাশি দেশের বর্তমান পরিস্থিতি, ভারত-চীন সম্পর্ক, অপারেশন সিঁদুর সহ একাধিক ইস্যু নিয়ে মন্তব্য করে এসেছেন তিনি। আর রাহুলের মন্তব্যে পাল্টা সমালোচনা শুরু করে দিয়েছে বিজেপি শিবির। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, হতাশার কারণে এই ধরনের মন্তব্য করে বসছেন রাহুল গান্ধী।

রাহুলের মন্তব্যকে কটাক্ষ সুকান্তর

সুকান্ত বলেন, কংগ্রেস একাধিকবার চেষ্টা করেছে। কিন্তু তাঁরা কোনওবারই ক্ষমতায় আসতে পারছে না। এই নিয়ে হতাশাগ্রস্থ হয়ে পড়েছে রাহুল গান্ধী। জনতা তাঁদের হাতে দেশের দায়িত্ব দিতে চায় না। আর আমার মনে হয় রাহুল গান্ধী ও কংগ্রেস বিজেপি বা কেন্দ্র সরকারের বিরোধীতা করতে করতে দেশের বিরোধীতা করতে শুরু করে দিয়েছে। তাঁদের ভারত বিরোধী মন্তব্য করা স্বভাবে পরিণত হয়েছে। এর ফলে বিদেশের মাটিতে অপমানবোধ করছে দেশবাসীরা।

কলোম্বিয়ায় রাহুলের মন্তব্য

প্রসঙ্গত, সম্প্রতি কলোম্বিয়ায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল বলেন, আরএসএস ও বিজেপির মতাদর্শের সঙ্গে তাঁর চিন্তাধারা মেলে না। কারণ এরা হচ্ছে কাপুরুষ। দুর্বলদের প্রতি শক্তি প্রদর্শন করতে পারে। শক্তিশালীদের প্রতি নিজেদের ক্ষমতা্ দেখাতে পারে না। চীনের বিরুদ্ধে এরা মন্তব্য করতে পারে না। সেই কারণে এদের মতাদর্শের সঙ্গে কংগ্রেসের মেলে না।