Tripura: ত্রিপুরায় বিজেপিতে বড় ভাঙন আসন্ন, কংগ্রেসে যোগ দিয়ে বললেন সুদীপ বর্মন
Sudip Roy Barman ( Photo Credit-ANI)

আগরতলা, ৮ ফেব্রুয়ারি: বিজেপি (BJP) ছেড়ে কংগ্রেসে ফিরলেন ত্রিপুরা (Tripura)-র প্রভাবশালী বিধায়ক সুদীপ রায় বর্মন (Sudip Roy Barman)। আগে ত্রিপুরায় দীর্ঘসময় কংগ্রেসের মুখ থাকা সুদীপের পাশাপাশি বিজেপিতে যোগ দিলেন বিধায়ক আশীষ কুমার সাহা। কংগ্রেসে যোগ দিয়ে আগরতলার বিধায়ক সুদীপ বললেন, ত্রিপুরায় বিজেপিতে অনেকেই দলের প্রতি মোহভঙ্গ হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে বিজেপি ছেড়ে আরও অনেক বিধায়ক কংগ্রেসে যোগ দিতে চলেছেন। এখনই তারা বিজেপি ছাড়ছেন না, কারণ টেকনিক্যালি কারণ। বিপ্লব সরকারের সরকার নির্ধারিত সময়ের আগে ভেঙে চলতি বছরের শেষে গুজরাট, হিমাচলপ্রদেশের সঙ্গে ভোটেও যেতে পারে সুদীপ জানিয়েছেন।

২০১৮ ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ৬০টি আসনের মধ্যে ৩৬টি-তে জিতে রাজ্যে প্রথমবার ক্ষমতায় এসেছিল বিজেপি, সেখানে সেই সময় ক্ষমতায় থাকা সিপিএম পেয়েছিল ১৬টি আসন।  ত্রিপুরা বিধানসভায় বিধায়ক শূন্য হয়ে গিয়েছিল একটা সময় রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেস।

দেখুন টুইট

সুদীপ বর্মনের বিজেপি ছাড়ায় ত্রিপুরার রাজনৈতিক সমীকরণে বড় বদল হল। আগামী বছর ত্রিপুরায় বিধানসভা ভোটে। তার আগে সুদীপের বিজেপি ত্যাগ নয়া সমীকরণের জন্ম দিল। সিপিএম, কংগ্রেসের পাশাপাশি ত্রিপুরা জয়ের লক্ষ্যে এবার তৃণমূলও ঝাঁপিয়েছে।

১৯৯৮ সাল থেকে আগরতলার বিধায়ক কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন, তারপর যান বিজেপিতে। এবার তিনি বিজেপি ছেড়ে কংগ্রেসে যাচ্ছেন। এতবার দল বদলালেও স্বচ্ছ ভাবমূর্তি ও আম জনতার কাছে বেশ জনপ্রিয় সুদীপ এখনও ত্রিপুরা রাজনীতির বড় নির্ণায়ক। ২০১৮ ত্রিপুরা বিধানসভা ভোটে আগরতলা কেন্দ্র থেকে ৫ হাজার ভোটে জিতেছিলেন তিনি। বেশ কয়েক মাস ধরেই বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্বের উপর ক্ষুব্ধ ছিলেন তিনি। মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে ত্রিপুরায় বিজেপি-র অন্দরেও ক্ষোভ বাড়ছে।