উত্তরপ্রদেশে (Uttar Pradesh) মন্দির চত্বরে চলল গুলি। শনিবার মণিপুরী জেলার কিলা বাজারিয়া এলাকায় প্রকাশ্য দিবালোকে এক তরুণীকে লক্ষ্য করে চলে তিন রাউন্ড গুলি। গুলির ঘায়ে আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সে। তখন স্থানীয় বাসিন্দারাই তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তরুণী। ঘটনার পর অভিযুক্ত রাহুল দিবাকর পালিয়ে গেলেও পুলিশ তাঁকে কয়েকঘন্টার মধ্যেই গ্রেফতার করে নেয়। ঘটনার পর থমথমে রয়েছে এলাকা।
মন্দিরে চলল গুলি
এদিন সকালে দিব্যাংশী রাঠোর নামে এক তরুণী স্থানীয় একটি মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। তাঁর পিছু নিয়ে মন্দিরে ঢোকে রাহুলও। দুজনেই সাইফাই মেডিকেল কলেজের একই ব্যাচের পড়ুয়া। অভিযোগ, মন্দিরের মধ্যে তরুণীকে্ বিয়ের প্রস্তাব দিয়েছিল রাহুল। তা ফিরিয়ে দেওয়াতেই শুরু হয় বচসা। তারমধ্যেই চলে গুলি। পুলিশসূত্রে খবর, তিন রাউন্ড গুলি চালিয়ে মন্দির থেকে পালিয়ে যায় অভিযুক্ত।
এনকাউন্টার অভিযানে গ্রেফতার রাহুল
দিব্যাংশীর পরিবারের দাবি, দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বাড়ি থেকে দিব্যাংশীর অন্যত্র বিয়ে ঠিক করায় এমন কাণ্ড ঘটিয়েছে রাহুল। পুলিশ অভিযোগ পেতেই শুরু হয় তদন্ত। এনকাউন্টার অভিযানে গ্রেফতার করা হয় রাহুলকে। তাঁর থেকে উদ্ধার হয়েছে বন্দুক।