Heatwave (Photo Credit: ANI)

মুম্বই, ৩ মে:  তাপপ্রবাহের (Heatwave) জেরে প্রাণ যাচ্ছে একের পর এক মানুষের। চলতি মরশুমে মহারাষ্ট্রের বেশ কয়েকটি জায়গায় তাপমাত্রা ৪৬ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে। মহারাষ্ট্রের (Maharashtra) একাধিক জায়গায় তাপপ্রবাহের জেরে ২৫ জনের মৃৃত্যু হয়েছে বলে রিপোর্টে প্রকাশ। ২০১৬ সালের পর মহারাষ্ট্রে এমন উচ্চ তাপমাত্রার দেখা মেলেনি। ফলে ২০১৬-র পর এবার ফের মহারাষ্ট্রে তাপমাত্রা ৪৬ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে।

মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতরের আধিকারিক ডক্টর প্রদীর আওয়াতে জানান, গত ১০০ বছরে এমন তাপপ্রবাহ হয়নি। যার জেরে মহারাষ্ট্রে ২৫ জনের মৃত্যু হয়েছে। তাপপ্রবাহে আরও বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। ফলে তাঁদের চিকিৎসা চলছে বলে জানান প্রদীপ আওয়াতে।

আরও পড়ুন:  COVID 19: ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, গত ২৪ ঘণ্টায় গোটা দেশে সংক্রমিত ২৫৬৮ জন

রিপোর্টে প্রকাশ, মহারাষ্ট্রের বিদর্ভতে ১৫ জনের মত্যু হয়েছে তাপপ্রবাহের জেরে। নাগপুরে মৃত্যু হয়েছে ১১ জনের। আকোলায় প্রাণ যায় ৩ জনের। অমরাবতীতে মৃত্যু হয় ১ জনের। মারাঠওয়ায় ৬ জনের মৃত্যুর খবর মেলে। জলনায় ২ জন মৃৃত বলে জানা যায়। এছাড়া পারবানি, হিঙ্গোলি, ওসমানাবাদ এবং ঔরঙ্গাবাদেও চড়ছে পারদ। সবকিছু মিলিয়ে এবারের গরমের মরশুমে তাপপ্রবাহের জেরে কাহিল মহারাষ্ট্রের বেশ কয়েকটি জেলা।