মুম্বই, ১৭ এপ্রিল: চাকরি (Job) খুঁজতে মুম্বইতে (Mumbai)মানুষের ঢল। মুম্বইয়ের কালিনা বিমানবন্দরে (Kalina Airport)একসঙ্গে ২৫ হাজার মানুষকে হাজির হতে দেখা যায়। ৬০০ আসনের জন্য ২৫ হাজার মানুষ সকাল থেকে লাইন দিতে শুরু করেন কালিনা বিমানবন্দরে। এয়ার ইন্ডিয়ার যে কর্মীরা রয়েছেন, সেই ভিড় ঠেলতে কার্যত হিমশিম খাচ্ছেন। ৬০০ ভ্যাকান্সিতে ২২ হাজার করে বেতন দেওয়া হবে। সেই চাকরি খুঁজতে ২৫ হাজার মানুষ দেখা যায়।
বিমানবন্দরের অভ্যন্তরে যে কর্মীরা কর্মরত, সেখানে এয়ার ইন্ডিয়ার শূণ্য আসন রয়েছে ৬০০। তার পরীক্ষা দিতেই মানুষের ঢল নামতে দেখা যায়। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায়।
শুধু তাই নয়, যে ভিড় হতে শুরু করেছে, তার জেরে যাতে কোনও ধরনের পদপিষ্ট হওয়ার ঘটনা না ঘটে, সেদিকে প্রশাসনকেও হিমশিম খেতে হচ্ছে। শারীরিকভাবে সমর্থরাই এই পরীক্ষা দিতে পারবেন বলে আগেই জানানো হয়। পড়াশোনা একেবারে প্রাথমিক পর্যায়ের হলেও চলবে বলে জানানো হয়।
দেখুন ভিডিয়ো...
#BreakingNews | Thousands of job seekers flooded #Mumbai’s Kalina for Air India Airport Services Ltd walk-in interviews
With only 600 vacancies, nearly 25,000 aspirants turned up. @mayuganapatye shares more details with @kritsween | #AirIndia #JobCrisis pic.twitter.com/EGbQmG6aSZ
— News18 (@CNNnews18) July 17, 2024