Akhilesh Yadav With Dimpal Yadav (Photo Credit: Twitter)

লখনউ, ১ জানুয়ারি: বছরের প্রথম দিনে বড় ধাক্কা খেল সমাজবাদী পার্টি। উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে (Uttar Pradesh Assembly Elections 2022) বিজেপি (BJP)-র সবচেয়ে বড় কাঁটা অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিতে ভাঙন ধরেছে। দলের একের পর এক নেতা বিজেপিতে যোগ দিচ্ছেন। এবার বিজেপিতে যোগ দিলেন সমাজবাদী পার্টি (Samajwadi Party)- র একেবারে শুরুর দিন থেকে থাকা নেতা শাতরুধ প্রকাশ (Shatrudh Prakash)। উত্তরপ্রদেশ বিধানসভার উচ্চকক্ষের সদস্য শাতরুধ প্রকাশ বিজেপিতে যোগ দিয়ে অখিলেশের বিরুদ্ধে তোপ দাগেন। আগামী ৬ জুলাই তাঁর উত্তরপ্রদেশ বিধানসভায় উচ্চকক্ষের সদস্য পদের মেয়াদ শেষ হচ্ছে। ১৯৭৪ সালে প্রথমবার বিধায়ক হওয়া শাতরুধ বিজেপিতে যোগ দেওয়ায় রাজ্য রাজনীতিতে নয়া সমীকরণ তৈরি হল বলে মনে করা হচ্ছে। ১৯৭৪ থেকে বারাণসী ক্যান্টনমেন্ট কেন্দ্র থেকে টানা চারবার বিধায়ক ছিলেন তিনি।

মুলায়ম সিং যাদবের অবসরের পরই শাতরুধ দলে ক্রমশ পিছনের সারিতে চলে গিয়েছিলেন। বাবরী মসজিদ ধ্বংসের মাসখানেক আগে ১৯৯২ সালে যখন মুলায়ম সিং যাদব যখন সমাজবাদী পার্টি গঠন করেছিলেন, তখন তাঁর সঙ্গে ছিলেন শাতরুধ। তাঁর মত অভিজ্ঞ নেতা সপা ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার ঘটনায় রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। যদিও সমাজবাদী পার্টির নেতারা বলছেন, "শাতরুধের বিজেপিতে যোগদান মোটেও আশ্চর্যের নয়। বিজেপি অর্থের টোপ দিয়ে তাদের একের পর এক নেতাকে দলে টানার চেষ্টা করছে।"আরও পড়ুন: বাড়ছে দৈনিক করোনা সংক্রমণ, ওমিক্রন প্রজাতিতে আক্রান্ত বেড়ে ১,৪৩১ 

দেখুন টুইট

এদিকে, উত্তরপ্রদেশে জোর কদমে প্রচার করছে বিজেপি। কোভিড পরিস্থিতি উন্নতি হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আরও বেশ কয়েকটি জনসভা করতে পারেন রাজ্যে।