Snake (Photo Credits: Pixaby)

ভোপাল, ২০ জুন: এবার এক অদ্ভুদ ঘটনার সাক্ষী মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বলাঘাট (Balaghat)। যেখানে এক ব্যক্তির মৃত্যুর খবর মেলে সাপের (Snake) কামড়ে। সাপ কামড় (Snake Bite) বসাতেই ওই ব্যক্তি আহত হন ঠিকই, তবে সাপের মৃত্যু হয় ৫ মিনিটের মধ্যে। বৃহস্পতিবার সকালে মধ্যপ্রদেশে এমনই একটি ঘটনার জেরে ছড়ায় চাঞ্চল্য।

রিপোর্টে প্রকাশ, বিষাক্ত ওই সাপ কামড়ানোর পর ওই ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বলাঘাট হাসপাতালে ওই ব্যক্তিকে ভর্তি করা হলে, তাঁর চিকিৎসা শুরু হয়। তবে ওই ব্যক্তিকে কামড়ানোর পরপরই মৃত্যু হয় বিষাক্ত সাপের। জানা যায়, সচিন নাগপুরে নামে ওই ব্যক্তি একজন গাড়ির মেকানিক। বৃহস্পতিবার বাড়ি থেকে বেরিয়ে সচিন নাগপুরে যখন কাজে যাচ্ছিলেন, সেই সময় তাঁকে সাপ কামড়ায়। সাপ কামড়াতেই ওই ব্যক্তি লক্ষ্য করে দেখেন, দংশনকারী বিষাক্ত প্রজাতির। তবে সচিনের ভয় পাওয়ার আগেই সাপটির মৃত্য়ু হয়। ৫-৬ মিনিটের মাথায় ওই সাপটি মরে যায়।

আরও পড়ুন: Snake Recovered In Rajdhani Express Video: রাজধানী এক্সপ্রেসে সাপ, শৌচাগারে যেতেই চোখ কপালে উঠল যাত্রীদের, তারপর দেখুন কী হল

সচিনকে হাসপাতালে ভর্তি করা হলে, তাঁর চিকিৎসা শুরু হয়। তবে সাপটি মৃত বলে দেখা যায়। কী কারণে ওই বিষধর সাপটির মৃত্যু হয়, তা অজানা। তবে বিষয়টি নিয়ে চাঞ্চল্য শুরু হয়েছে। মানুষকে কামড়ে সরীসৃপ যে এভাবে মৃত্যুর কোলে ঢলে পড়বে, তা দেখে প্রত্যেকে অবাক হয়ে যানষ ফলে বিষয়টি নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

সচিন নাগপুরে জানান, তিনি প্রতিদিন সকালে কোনও না কোনও গাছের ডাল দিয়ে দাঁত পরিষ্কার করেন। নিম থেকে জাম ডাল কিংবা আম গাছের ডাল, বন বাদাড়ের বিভিন্ন গাছ থেকে ডাল তুলে নিয়ে সচিন প্রত্যেকদিন সকালে দাঁত মাজেন বলে জানান। সেই কারণেই কি সচিনকে কামড়ানোর পর সাপটি মরে যায়, তা নিয়ে চর্চা শুরু হয়েছে।

তবে বিষয়টি যে একেবারেই অনভিপ্রেত, তা বন দফতরের কর্মীদের কথায় স্পষ্ট। বিষাক্ত সাপটি যেভাবে মারা যায় সচিনকে কামড়ানোর পর, তা দেখে বন দফতরের কর্মীরাও কার্যত অবাক।