Police, Representational Image (Photo Credit: File hoto)

গুয়াহাটি, ৪ ফেব্রুয়ারি: হোটেলের ঘরে বসে পর্নোগ্রাফি (Pornographic Content) শ্যুটিং। তার জেরেই এবার  হাতেনাতে ধরা পড়লেন এক বাংলাদেশি (Bangladeshi) মহিলা। দুই পুরুষের সঙ্গে এক বাংলাদেশি মহিলা একযোগে পর্নোগ্রফির শ্যুটিং শুরু করেন অসমের গুয়াহাটির (Guwahati) একটি হোটেলের ঘরে। গোপণ সূত্রে খবর পেয়ে গুয়াহাটির ওই হোটেল থেকে ২২ বছরের বাংলাদেশি তরুণী এবং তাঁর দুই সঙ্গীকে দিসপুর পুলিশের (Police) তরফে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম শফিকুল, জাহাঙ্গির। সেই সঙ্গে যে বাংলাদেশি তরুণী ওই দুই যুবকের সঙ্গে একযোগে পর্নোগ্রাফির শ্যুটিং করছিলেন, তাঁর নাম মীন আখতার। শফিকুল, জাহাঙ্গির এবং মীন আখতারকে গ্রেফতার করে, পুলিশ নিজদের হেফাজতে রেখেছে। জানাযায়, শফিকুল এবং জাহাঙ্গির অসমেরই (Assam) বাসিন্দা।

পুলিশ সূত্রে খবর, মীন আখতার বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করে। অবৈধ কাগজপত্র দেখিয়ে মীন নামে ওই তরুণী অসমে ঢুকে পড়েন। অসমে অবৈধ অনুপ্রবেশের পর থেকেই শফিকুল এলং জাহাঙ্গিরের সঙ্গে একযোগে গুয়াহাটি সুপারমার্কেটের একটি হোটেলের ঘরে অশ্লীল ভিডিয়ো শ্যুট শুরু করেন।

মীনের কাছে ভারতে প্রবেশের কোনও বৈধ ভিসা, পাসপোর্ট নেই। ফলে অবৈধ কাগজপত্র নিয়েই তিনি অনুপ্রবেশ করেন। কীভাবে এই ঘটনা ঘটল, সে বিষয়ে পুলিশ খতিয়ে দেখছে। পাশাপাশি ধৃতদের সঙ্গে কোনও সন্ত্রাসবাদী, জঙ্গিযোগ রয়েছে কি না, সে বিষয়ে পুলিশ খতিয়ে দেখছে বলে খবর।