মুম্বই, ৩ এপ্রিল: রাম নবমীকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, বিহার সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তি, হাঙ্গামা, গোষ্ঠী সংঘর্ষের ঘটনার খবর সামনে আসে। বেশ কিছু জায়গায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরেও চলে যায়। এর পিছনে বিজেপি-র হাত দেখছেন উদ্ধভ ঠাকরে পন্থী শিবসেনার সাংসদ-মুখপাত্র সঞ্জয় রাউত। সঞ্জয় রাউতের দাবি, ২০২৪ লোকসভা জিততে সারা ভারতের বিভিন্ন জায়গায় দাঙ্গার ষড়যন্ত্র করেছে বিজেপি।দাঙ্গা হলে মেরুকরণের ফায়দা তুলে ফের দেশের ক্ষমতায় বসতে পারবেন নরেন্দ্র মোদী।"
রাউতের মতে, "বিজেপি চায় দাঙ্গা হোক, যাতে দেশের বিভিন্ন ধর্ম, জাতির মানুষে মানুষের মধ্যে দ্বন্দ্বে দেশের আসল সমস্যা ঢাকা পড়ে যায়।"আরও পড়ুন-রাম নবমী ঘিরে উত্তেজনা, বিহারে ফ্ল্যাশ মার্চ আধা সেনার, দেখুন
দেখুন টুইট
#ShivSena (UBT) MP #SanjayRaut accused #BJP of a conspiracy to incite riots all over India in the run-up to the 2024 Lok Sabha elections for its political interests. pic.twitter.com/dz24D4U8wP
— IANS (@ians_india) April 3, 2023
গতকাল, রবিবার রাতে রিষড়া হিংসার পর বিজেপিকে কাঠগড়ায় তুলে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেছিলেন, "বিজেপি যখন কোথাও ব়্যালি করে অশান্তি হয়। দেশে বিজেপির জমানায় সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা বাড়ছে।"