মুম্বই, ২৭ অক্টোবর: মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের (Maharashtra Assembly Elections 2024) মুখে ছোট-বড় নেতাদের দলবদলের ঘটনা তুঙ্গে উঠেছে। এবার দলবদলের তালিকায় নাম লেখালেন বলিউডের তারকা অভিনেত্রী স্বরা ভাস্করের (Swara Bhaskar) স্বামী ফওয়াদ আহমেদ (Fahad Ahmed)। সমাজবাদী পার্টি-তে গুরুত্বপূর্ণ পদে থাকা স্বরার স্বামী ফওয়াদ অখিলেশ যাদবের হাত ছাড়লেন। অখিলেশের এসপি ছেড়ে ফওয়াদ যোগ দিলেন শরদ পাওয়ারের এনসিপি-তে। আর দলবদলের ঠিক পরেই মহারাষ্ট্রের অনুশক্তি নগরের (Anushkti Nagar) এনসিপি (শরদ পাওয়ার)-এর প্রার্থী হলেন ফওয়াদ। ছাত্র আন্দোলন থেকে উঠে আসা উত্তর প্রদেশের বারেলির ছেলে ফওয়াদ ২০২২ সালে সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছিলেন।
মুম্বইয়ে সিএএ আন্দোলনে সক্রিয় ভূমিকা নিয়ে নজর কাড়েন তিনি। কোভিডে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে স্থানীয়দের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। মহারাষ্ট্রে আসন বণ্টন নিয়ে জটিলতার মাঝে ভোটে লড়তে মরিয়া স্বরার স্বামী বেছে নিলেন অখিলেশের পছন্দের নেতা শরদ পাওয়ারকেই।
ফওয়াদ আহমেদ-কে প্রার্থী ঘোষণা এনসিপি (শরদ পাওয়ার) নেতা জয়ন্ত পাটিলের
#WATCH | Maharashtra: NCP-SCP leader Jayant Patil says "Fahad Ahmad is a well-educated young Muslim youth and has worked as an activist across the country. People want us to give a chance to such leaders. He was in the Samajwadi Party earlier but we had talks with SP and he came… https://t.co/p9zDZUKOkL pic.twitter.com/3AJmw6MKV6
— ANI (@ANI) October 27, 2024
মুম্বই দক্ষিণ পশ্চিম লোকসভার অন্তর্গত অনুশক্তি নগর বিধানসভা কেন্দ্রে স্বরার স্বামী লড়বেন অজিত পাওয়ারের এনসিপি-র দাপুটে নেতা নবাব মালিকের মেয়ে সানা মালিকের বিরুদ্ধে। গত বিধানসভায় অনুশক্তি নগরে এনসিপি-র প্রার্থী হয়ে জিতেছিলেন দুর্নীতি কাণ্ডে জেল খাটা নবাব মালিক।
গত বছর ১৬ ফেব্রুয়ারি ফওয়াদ আহমেদের সঙ্গে বিয়ে হয় অভিনেত্রী স্বরা-র। আনুষ্ঠানিক বিয়ের সাত মাস পর ২৩ সেপ্টেম্বর কন্যা সন্তানের জন্মা দেন ফওয়াদ আহমেদের অভিনেত্রী স্ত্রী স্বরা ভাস্কর। বলিউডে নরেন্দ্র মোদীর তীব্র বিরোধী মন্তব্যের জন্য স্বরা বারবার খবরে আসেন।