ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ১০ বছর হয়ে গেল। সচিন তেন্ডুলকরের জনপ্রিয়তা এক বিন্দুও কমেনি। হয়তো কোনওদিন কমবেও না। বিশ্ব ক্রিকেটে নানা রেকর্ড তাঁর দখলে। এর মধ্যে অন্য়তম ২০০টি টেস্ট খেলা। বিশ্বের প্রথম এবং একমাত্র ক্রিকেটার যিনি ২০০ টেস্ট খেলেছেন। আর কেরিয়ারের এই মাইলফলক ম্যাচটি খেলেছেন মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামেই। সেই ওয়াংখেড়ে স্টেডিয়ামে বসছে সচিন তেন্ডুলকরের মূর্তি। আজ সেই মূর্তির জায়গা দেখতে এসে আবেগাপ্লুত হয়ে পড়েন সচিন।তিনি বলেন-আমার কাছে এটা একটা দারুণ সারপ্রাইজ। আমার কেরিয়ার এখানে শুরু হয়েছিল। এই মাঠে অবিস্মরণীয় কিছু স্মৃতি রয়েছে। তার মধ্য়ে সেরা মুহূর্ত বলা যায়, এই মাঠেই আমরা ২০১১ সালে একদিনের বিশ্বকাপ জিতেছি।
#WATCH | Mumbai: On his life-size statue being erected inside Wankhede stadium by MCA, Cricket legend Sachin Tendulkar says, "Pleasant surprise. My career started here. It was a journey with unbelievable memories. Best moment of my career came here when we won 2011 World Cup..." pic.twitter.com/OAHPP7QkSB
— ANI (@ANI) February 28, 2023
আজই শচীন মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাঁর মূর্তিটির স্থান পরিদর্শন করে চূড়ান্ত করবেন। সেই উদ্দেশ্যেই আজ তিনি স্ত্রী অঞ্জলি কে সঙ্গে করে মাঠে এসেছিলেন। ছিলেন মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (MCA) সভাপতি অমল কালেও। মুম্বই ক্রিকেট সংস্থার সভাপতি অমল কালে এ প্রসঙ্গে বলেন, ‘ওয়াংখেড়ে স্টেডিয়ামে এটিই প্রথম স্ট্য়াচু হতে চলেছে। ঠিক কোন জায়গায় বসানো হবে, সেটা এখনও ঠিক হয়নি। সচিন তেন্ডুলকর ভারতরত্ন। ক্রিকেটের জন্য় সচিন কী করেছে, সেটা সকলেরই জানা। ৫০ বছর পূর্ণ করতে চলেছেন সচিন। আমাদের তরফে এটা একটা ওকে সম্মান জানানোর ছোট্ট প্রয়াস। তিন সপ্তাহ আগেই সচিনের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছিল। ওর অনুমতি মিলেছে।’
Sachin Tendulkar to inspect and finalise a location for his life-size statue at Wankhede Stadium in Mumbai. He is here today with his wife Anjali Tendulkar for the purpose.
Mumbai Cricket Association (MCA) president Amol Kale is also here. pic.twitter.com/gdVbuSh7Sm
— ANI (@ANI) February 28, 2023