প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ। সামান্য কিছু অংশ বাকি থাকলেও মূল মন্দির তৈরি হয়ে গিয়েছে আগামী ২২ জানুয়ারী প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের জন্য। অযোধ্যাকে যেহেতু শ্রীরামের জন্মস্থল হিসেবে মানা হয়, সেই কারণে রামানাদিয়া প্রথা অনুসারে অযোধ্যায় রামের শিশু রূপ 'রামলালা'র আরাধনা করা হবে এখানে।প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গেলে অযোধ্যার রাম মন্দির হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম মন্দির। ২৩৭ ফুট উঁচু  ৭১ একর জায়গা জুড়ে অবস্থিত এই মন্দির গোটা বিশ্বের মানুষকে তাঁক লাগিয়ে দেবে। গতকাল গর্ভগৃহে মূর্তি স্থাপিত হয়েছে। আলোকমালায় সেজেছে গোটা মন্দির। রাতের অন্ধকারে সেই মায়াবী আলো যেন আরও মোহময়ী করে দেবে এই মন্দিরকে।

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)