
নয়া দিল্লি, ২৩ মে: গোটা দেশের সঙ্গে গান্ধী পরিবারে নিশ্চিত গড়ে আমেথি-তে (Amethi) ও ভরাডুবি হল রাহুল গান্ধী (Rahul Gandhi)-র। হারের পর সাংবাদিক সম্মেলনে এসে কংগ্রেস (Congress) সভাপতি রাহুল গান্ধী হার স্বীকার করে বললেন, ''দেশের মানুষ ঠিক করেছেন প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীই আসবেন। জনগণ যে রায় দিয়েছে তা মাথা পেতে নিচ্ছি। জনতাই মালিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন। বিজেপি -মোদীজি আর কংগ্রেসের নাীতি আলাদা। আমরা এই ভোটে হেরেছি।'' আমেথিতে নিজের হার নিয়ে রাহুল বললেন, ''হ্যাঁ, আমেথিতে স্মৃতি ইরানি (Smriti Irani) দারুণ জয় পেয়েছেন। ওনাকে ধন্যবাদ। আশা করি উনি আমেথিকে এগিয়ে নিয়ে যাবেন।'' 'সাংবাদিকদের প্রশ্নবাণ ধেয়ে আসার আগেই বলে সাংবাদিক সম্মেলনের মাঝে রাহুল বারবার বললেন, ''আজ হারের কাটাছেড়া করার সময় নয়। সেটা কংগ্রেসের কর্মীসমিতির বৈঠকে হবে।'
সব শেষে রাহুল বলেন,'' ভালবাসা কোনওদিন হারে না।''আমেথিতে হারলেও অবশ্য কেরালার ওয়ানাড থেকে রাহুল জিতেছেন সাড়ে তিন লক্ষেরও বেশি ভোটে জিতেছেন। কেরালায় এই ব্যবধানে জয়ের রেকর্ড আর কারও নেই।
উত্তরপ্রদেশে এবার মাত্র একটা আসনে জেতে কংগ্রেস। রায়বেরালি থেকে সোনিয়া গান্ধী গণনার শুরুর দিকে পিছিয়ে থাকার পর, অল্প ব্যবধানে জেতেন সোনিয়া গান্ধী। প্রিয়াঙ্কা গান্ধীকে প্রচারে নামিয়েও কোনও লাভ হয়নি। রাজ বব্বর থেকে শুরু করে কংগ্রেসের একের পর এক হেভিওয়েট প্রার্থী হেরে যান। অন্যদিকে, এসপি, বিএসপি-র মহাগটবন্ধনেও বিজেপি-র সেভাবে ক্ষতি হয়নি। উত্তরপ্রদেশে গতবার ৮০টির মধ্য়ে ৭৩টি আসন জেতা বিজেপি, এবার এই রাজ্যে ৬০টি আসন জয়ের পথে।