Narendra Modi, Rahul Gandhi (Photo Credit: Instagram)

শ্রীনগরে, ৪ সেপ্টেম্বর: জম্মু কাশ্মীরে প্রচার শুরু করলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। বুধবার কাশ্মীরে জনসভা করেন কংগ্রেস নেতা। যেখানে রাহুল গান্ধী বলেন, বিজেপির বিরুদ্ধে তিনি প্রচার করছেন। ঘৃণা সরিয়ে যাতে ভালবাসার দোকান খোলা যায়, তাঁরা সেই চেষ্টাই করবেন। ঘৃণাকে সরিয়ে তাঁরা ভালবাসা জাগাতে চান প্রত্যেকের মনে। এমন মন্তব্যও করতে শোনা যায় রাহুলকে। বিজেপি যেমন ভাঙে, আমরা তেমন গড়ে তুলি। ঘৃণাকে ঘৃণা দিয়ে হারানো যায় না। ঘৃণাকে ভালবাসা দিয়েই জয় করতে হবে বলে জানান রাহুল।

এসেবর পাশাপাশি নরেন্দ্র মোদীকে (Narendra Modi) কটাক্ষ করেন রাহুল গান্ধী। কংগ্রেস সাংসদ বলেন, আগে নরেন্দ্র মোদী ৫৬ ইঞ্চির বুকের ছাতি ফুলিয়ে আসতেন। এখন তিনি সংবিধান মাথায় নিয়ে সংসদে প্রবেশ করেন। এভাবেই রামবানে হাজির হয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দাগেন রাহুল গান্ধী।

রামবানে হাজির হয়ে নরেন্দ্র মোদীকে নিয়ে রাহুল গান্ধী কী বললেন দেখুন...