দিল্লি, ১১ সেপ্টেম্বর: ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) বিরুদ্ধে তোপ দাগলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। এবার রাহুল গান্ধী এক সাক্ষাৎকারে দাবি করেন, 'দিল্লির (Delhi) আয়তনের সমান অংশ লাদাখে দখল করেছে চিনা (China) সেনা। লাদাখে (Ladakh) চিন যা করছে, তা কার্যত বিপর্যয় বলে মনে করি। অথচ সংবাদমাধ্যম এই বিষয়টি নিয়ে কথা বলতে চায় না' বলে মন্তব্য করেন রাহুল গান্ধী।
শুনুন চিন নিয়ে ভারতের বিদেশনীতির প্রসঙ্গে কী বললেন রাহুল গান্ধী...
We’ve got Chinese troops occupying land the size of Delhi in Ladakh, and I think that’s a disaster. The media doesn’t like to write about it.
How would America react if a neighbour occupied 4,000 square kilometers of its territory? Would any president be able to get away with… pic.twitter.com/RD35etMGFD
— Congress (@INCIndia) September 10, 2024
এরপরই কংগ্রেস সাংসদ প্রশ্ন তোলেন, প্রতিবেশী দেশ যদি আমেরিকার ৪,০০০ বর্গকিলোমিটার এলাকা দখল করে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কেমন হবে? ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনওভাবেই চিনের বিষয়টিকে ভালভাবে পরিচালনা করতে পারছেন না বলেও অভিযোগ করেন কংগ্রেস সাংসদ। কেন ভারতের এলাকার মধ্যে চিনা সেনা ঢুকে বসে রয়েছে, তার কোনও কারণও চোখে পড়ছে না বলে ওই সাক্ষাৎকার থেকে মন্তব্য করেন রাহুল গান্ধী।
প্রসঙ্গত মার্কিন মুলুকে যাওয়ার পর থেকে কেন্দ্রীয় সরকার এবং নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মুখ খুলতে দেখা যায় রাহুল গান্ধীকে। কখনও প্রধানমন্ত্রী মোদীকে এখন আর মানুষ 'ভয়' পাচ্ছেন না বলে রাহুল মন্তব্য করেন। আবার কখনও তিনি মোদীকে ঘৃণা করেন না। তাঁর সঙ্গে মতবাদ মেলে না বলে মন্তব্য করতে শোনা যায় রাহুল গান্ধীকে। আমেরিকায় গিয়ে আক্রমণের ধারাবাহিকতা বজায় রেখে এবার চিন নিয়ে ভারতের বিদেশ নীতির বিষয়ে প্রশ্ন তুললেন রাহুল গান্ধী।