Image used for representational purpose | (Photo Credits: PTI)

লুধিয়ানা, ১৯ অক্টোবর: মন মত খাবার না পওয়ায় মাকে ছাদ থেকে ঠেলে ফেললেন এক ব্যক্তি। এমনই একটি ঘটনার জেরে পঞ্জাবের (Punjab) লুধিয়ানায় (Ludhiana) চাঞ্চল্য ছড়াল। রিপোর্টে প্রকাশ, লুধিয়ানার অশোক নগর এলাকায় এক যুবক নিজের মাকে ছাদ থেকে ঠেলে ফেলেন। মন মত খাবার হাতের সামনে না পাওয়াতেই ওই ব্যক্তি মাকে ছাদ থেকে ঠেলে ফেলেন। মানসিক বিকারগ্রস্ত ওই ব্যক্তিকে পুলিশ আটক করেছে বলে খবর। অন্যদিকে মানসিক বিকারগ্রস্ত ছেলের ধাক্কায় ছাদ থেকে পড়ে যাওয়ার পর চরণজিৎ কউর নামে ওই মহিলার মৃত্যু হয়। রক্তাক্ত অবস্থায় চরণজিৎ কউরকে হাসপাতালে ভর্তি করা হলেও, চিকিৎসকরা তাঁর প্রাণ রক্ষা করতে পারেননি।

পুলিশ সূত্রে খবর, বছর ২৬-এর সুরিন্দর সিং মানসিকভাবে বিকারগ্রস্ত। ফলে নিজের মন মত খাবার দেখতে না পাওয়ায় ওই যুবক মায়ের উপর চিৎকার, চেঁচামেচি জুড়ে দেন। সুরিন্দরকে তাঁর বাবা গুরনাম সিং বাধা দেওয়ার চেষ্টা করেন। তা সত্ত্বেও সুরিন্দর কারও বাধায় তোয়াক্কা না করে, বাবাকে মারধর শুরু করেন। ফলে গুরনাম সিং ছেলের মারধরে আহত হয়ে মেঝেতে লুটিয়ে পড়লে সুরিন্দর তাঁর মাকে ছাদ থেকে ঠেলে ফেলেন। ঘটনা জানাজানি হতেই চরণজিৎ সিংয়ের ভাগ্নের অভিযোগের ভিত্তিতে পুলিশ সুরিন্দরের বিরুদ্ধে দায়ের করে এফআইআর।

চরণজিৎ সিংয়ের ভাগ্নে অমক সিং পুলিশকে জানান, সুরিন্দর অর্থাৎ টিঙ্কু কাজ করেন না। চরণজিৎ সিং রান্না করলে, সেই সবজি, তরকারি খেতে অস্বীকার করেন টিঙ্কু। এরপর মায়ের সঙ্গে বচসার জেরে চরণজিৎ সিংকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দেন টিঙ্কু। তবে মাকে ছাদ থেকে ঠেলে ফেলার পর টিঙ্কুর খোঁজ মিলছে না। পুলিশ তল্লাশি শুরু করেছে অভিযুক্তর খোঁজে।