নতুন দিল্লি, ২৪ মার্চ: রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ নিয়ে কীভাবে প্রতিবাদ করা হবে তা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসে কংগ্রেস। রাহুল ইস্যুতে কী করা হবে তা নিয়ে বিশেষ কমিটি গঠন করল কংগ্রেস। সূত্রের খবর, কংগ্রেসের এক সাংসদ প্রস্তাব করেন, দলের সব সাংসদ গণপদত্যাগ করে প্রতিবাদ জানাবেন। প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা বলেন, রাহুলের এই ইস্যুর প্রতিবাদ কর্ণাটক বিধানসভায় জিতে দিতে হবে।
ভারতের (India) মানুষের গলার স্বর হয়ে কথা বলবেন। দেশের মানুষের হয়ে সুর চড়াবেন। লোকসভার সদস্য পদ খারিজের পর প্রথম ট্যুইট রাহুল গান্ধীর (Rahul Gandhi)। নিজের ট্যুইটে কংগ্রেস সাংসদ লেখেন, দেশের মানুষের হয়ে কথা বলার জন্য তাঁকে যে মূল্যই দিতে হোক না কেন, তিনি রাজি।
দেখুন টুইট
One MP said that all MPs of the party should tender a mass resignation. No final decision has been taken on this yet. Priyanka Gandhi Vadra said that a reply should be given to this (disqualification) through party's victory in Karnataka polls. A Committee will be formed to take…
— ANI (@ANI) March 24, 2023
মোদী পদবী মামলার জেরে রাহুল গান্ধীর লোকসভার সদস্য পদ শুক্রবার খারিজ করেন স্পিকার এম বিড়লা। রাহুল গান্ধীর লোকসভার সদস্য পদ খারিজের পর দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে ইতিমধ্যেই।