এবারের লোকসভা নির্বাচনে ভারতের সম্পদ মুকেশ আম্বানি এবং গৌতম আদানিদের সঙ্গে বিজেপি সরকারের গোপন আঁতাত নিয়ে সরব হয়েছে কংগ্রেস শিবির। বিশেষ করে রাহুল গান্ধী প্রতিটি জনসভাতেই নাকি তাঁদের নাম নিয়ে আক্রমণ করেছে, এমনটাই দাবি কংগ্রেস নেতৃত্বের। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাল্টা দাবি করেছে, আম্বানি-আদানিদের সরাসরি আক্রমণ করার সাহস নেই রাহুলের।
এবার প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পাল্টা দিলেন খোদ কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা (Priyanka Gandhi Vadra)। তাঁর মতে, "রাহুল প্রতিটি জনসভা থেকে আম্বানি-আদানিদের নাম নেয়। তিনি এদের সম্পর্কে সমস্ত সত্য তথ্য জনগণের সামনে তুলে ধরেন। আমরা কাউকেই ভয় পাই না। প্রতিদিনই আমরা বলি বিজেপি সঙ্গে দেশের প্রথমসারির শিল্পপতিদের সঙ্গে যোগাযোগ রয়েছে এবং তাঁদের ১৬ লক্ষ কোটি টাকার লোন মকুবও করেছে"।
#WATCH | Congress leader Priyanka Gandhi Vadra addresses a public meeting in Uttar Pradesh's Raebareli she says, "Today he (PM Narendra Modi) said- "Rahul ji is not taking Adani-Ambani names." But Rahul ji talks about Adani-Ambani every day, he puts the truth about them before… pic.twitter.com/uorAZF51JR
— ANI (@ANI) May 8, 2024
প্রিয়াঙ্কা আরও বলেন, "একদিকে বিজেপি সরকার আম্বানি-আদানিদের কাছে দেশের সম্পদ বেচে দিচ্ছে। অন্যদিকে তাঁদের দেনা মকুব করছে। অন্যদিকে আমাদের দেশের কৃষকরা সময়মতো লোন পায়। টাকার অভাবে একাধিক চাষি আত্মহত্যার পথ বেছে নিচ্ছে"।