
আগামী বছরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। এবারে বিজেপির পাখির চোখ বাংলা দখল। সেই কারণে এখন থেকেই কোমর বেধে নেমে পড়েছে বিজেপি নেতৃত্ব। বিগত কয়েকমাস ধরে ডিএ ইস্যু হোক বা চাকরিহারা শিক্ষকদের প্রতিবাদ কিংবা আরজি কর কাণ্ড, সবকিছুতেই রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে বঙ্গ বিজেপি। এবার সেই সুরকেই আরও চড়া করতে বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আগামীকাল সিকিম সফর সেড়ে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে আসবেন তিনি। আর এই নিয়েই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে রাজ্য বিজেপির অন্দরে।
অপারেশন সিঁদুরের পর প্রথমবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী
অপারেশন সিঁদুরের পর এমনিতেই বর্তমানে বিজেপির হাওয়া চলছে দেশের বিভিন্ন প্রান্তে। মোদী-শাহের প্রশংসা করছে বিরোধী নেতারাও। এই অবস্থায় বাংলাতে মোদীর জনসভায় যে আনাচে-কানাচে লোক ভরবে, তা এখন থেকেই আন্দাজ করা যাচ্ছে। আলিপুরদুয়ারে প্যারেড গ্রাউন্ডে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি নেতৃত্ব। সেখানেই নেতা কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেওয়ার পাশাপাশি রাজ্যের শাসক দলকে কড়া ভাষায় হুঁশিয়ারি যে তিনি দেবেন, তা বুধবার এক্স হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমেই আগাম জানিয়ে দিয়েছেন।
দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্ট
PM Narendra Modi tweets, "I will be addressing a BJP West Bengal public meeting in Alipurduar tomorrow afternoon. Over the last decade, the various schemes of the NDA Government have been greatly appreciated by the people of West Bengal. At the same time, they are tired of the… pic.twitter.com/fOa92PdgAn
— IANS (@ians_india) May 28, 2025
রাজ্যবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বার্তা
এদিন প্রধানমন্ত্রী মোদী টুইটে লেখেন, “আগামীকাল আলিপুরদুয়ারের জনসভায় পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে বার্তা দেব। কয়েক দশক ধরে রাজ্যের মানুষ এনডিএ সরকারের বিভিন্ন প্রকল্পকে প্রশংসিত করেছেন। আবার অন্যদিকে রাজ্যবাসী দুর্নীতিগ্রস্থ ও দুর্বল তৃণমূল সরকারকে দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছে”।