নতুন দিল্লি, ২১ জুলাই: এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) তৃতীয় রাউন্ডের গণনা শেষে মোট বৈধ ভোটের ৫০ শতাংশ অতিক্রম করেছেন। তাই রাষ্ট্রপতি নির্বাচনে (President Election 2022) তিনি জয় পেয়ে গিয়েছেন। দেশের প্রথম আদিবাসী হিসেবে ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি (President Of India) পদে বসতে চলেছেন ওড়িশার এই মহিলা। দ্রৌপদীর জয়ের জন্য প্রয়োজন ছিল ৫,৪০,৯৯৬ ভোট। ইতিমধ্যেই তিনি পেয়ে গিয়েছেন ৫,৭৭,৭৭৭টি ভোট।
রাজ্যসভার সেক্রেটারি জেনারেল পিসি মোদী বলেছেন, তৃতীয় রাউন্ড পর্যন্ত মোট বৈধ ভোট হল ৩ হাজার ২১৯। যার ভোটমোট মূল্য ৮ লাখ ৩৮ হাজার ৮৩৯। যার মধ্যে দ্রৌপদী মুর্মু ৫ লাখ ৭৭ হাজার ৭৭৭ মূল্যের ২ হাজার ১৬১টি ভোট পেয়েছেন। অন্যদিকে বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহা ২ লাখ ৬১ হাজার ৬২ মূল্যের ১ হাজার ৫৮টি ভোট পেয়েছেন।
#WATCH | Celebrations break out outside NDA presidential candidate Droupadi Murmu's residence in Delhi as she crosses the 50% mark of the total valid votes at the end of the third round of counting in the election. pic.twitter.com/1uMpQKmSoq
— ANI (@ANI) July 21, 2022
দ্রৌপদী মুর্মুর জয় নিশ্চিত হতেই দিল্লিতে বিজেপির সদর দফতরের সামনে উৎসবের মেজাজ। বাজছে তাসা, চলছে দেদার মিষ্টিমুখ। দিল্লিতে দ্রৌপদীর বাড়ির সামনেও উৎসবের মেজাজ। সেখানে আদিবাসী নাচের তালে মেতে ওঠেছেন পুুরুষ ও মহিলারা।