মুম্বই, ১৮ মার্চ: মুম্বই (Mumbai) শহরের আরনালায় ফের পর্ন (Porn), অশ্লীল ভিডিয়ো শ্যুটের অভিযোগ উঠল। উঠতি অভিনেত্রীদের দিয়ে পর্ন ভিডিয়ো শ্যুট করানো হয় বলে অভিযোগ কথা নামে একটি অ্যাপের জন্য। য ভিডিয়ো শ্যুটের পর তা ছড়িয়ে দেওয়া হয় প্রথমে ৫০০ জনের মধ্যে। এমনই অভিযোগ ওঠে ওই অ্যাপের মালিক এবং তার সহয়োগীদের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে শুক্রবার মুম্বইয়ের নালাসোপারা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ১৫১০ পাতার চার্জশিট দাখিল করে। যেখানে পর্ন অ্যাপের জন্য ওই উঠতি অভিনেত্রীদের দিয়ে ভিডিয়ো শ্যুট করানো হয় বলে অভিযোগ।
যা নিয়ে শোরগোল শুরু হতেই ২০২৩ সালের আরও একটি ঘটনা প্রকাশ্যে আসে। যেখানে ১৮ বছরের এক কিশোরীকে দিয়ে অশ্লীল ভিডিয়ো শ্যুট করানো হয় বলে অভিযোগ। ওয়েব সিরিজে অভিনয়ের নাম করে বছর ১৮-র ওই কিশোরীকে পর্ন ভিডিয়োয় শ্যুট করানো হয় বলে অভিযোগ ওঠে। ওই সময় ওই কিশোরীর বন্ধুর সঙ্গে বেশ কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্য শ্যুট করানো হয়। এরপর কনস্ট্র্যাক্ট শেষ হলে, সংশ্লিষ্ট কিশোরীকে শ্যুটে ঈআসতে নিষেধ করা হয়। এরপর কথা অ্যাপে নিজের শ্যুট করা দৃশ্য দেখতে পেলে, ওই কিশোরী সঙ্গে সঙ্গে পুলিশের দ্বারস্থ হন বলে জানা যায়।