আগরতলা: আগামী বৃহস্পতিবার বিধানসভা (Assembly Election) ভোট হবে ত্রিপুরায় (Tripura)। তার আগে বৃহস্পতিবার প্রচারের (Campaigning) শেষদিনে বাড়ি বাড়ি ঘুরে প্রচার সারলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা (Tripura Chief Minister Dr: Manik Saha)। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, কংগ্রেসের (Congress) কোনও নেতাই (leader) নেই আর তাঁর দল বিজেপি (BJP) এই নির্বাচনী লড়াইয়ে নেমেছে বিরোধীমুক্ত ত্রিপুরার (Virodhi Mukt Tripura) লক্ষ্যে।
আগরতলার (Agartala) রামনগরের (Ramnagar) টাউন বরদোয়ালি বিধানসভা কেন্দ্রে (Town Bordowali constituency) মানুষের বাড়ি বাড়ি ঘুরতে ঘুরতে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, "সবসময় আমি প্রতিটি মানুষের বাড়িতে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলতে পছন্দ করি। আমার লক্ষ্যও (Aim) সেটা। কিন্তু, সময় কম থাকার জন্য সেটা সম্ভব হয় না। যদিও আমি যত বেশি সম্ভব বাড়িতে যাওয়ার চেষ্টা করেছি। আমার বিধানসভা কেন্দ্রের ভোটাররা ১৬ ফেব্রুয়ারি তাঁদের মহামূল্যবান ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন। তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Prime Minister Narendra Modi) প্রচণ্ড পছন্দ করেন আর আমি এটা বুঝতে পেরেছি যে এখানে বিজেপি (BJP) আবার ক্ষমতায় (power) আসবে।"
এরপরই কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন, "কংগ্রেসের (Congress) কোনও নেতা নেই। তাদের দেখাও যায় না এমনকী মাইক্রোস্কোপ (microscope) ব্যবহার করেও একজনকে খুঁজে পাওয়া যাবে না। তাই এবার মানুষ বিরোধীমুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যেই ভোট দেবেন। যেমন আমরা নেশামুক্ত ত্রিপুরার (Nasha Mukt Tripura) স্লোগান উঠিয়েছি তেমনি জনতাও বিরোধীমুক্ত ত্রিপুরা গড়ার স্লোগান দিচ্ছেন। আমি জানি যে এটা গণতন্ত্রের (democracy) পক্ষে ভালো নয়। কিন্তু, মানুষই বা কী করবেন কারণ বিরোধীরা তো শুধু মিথ্যে কথা বলে।"