Tejashwi Yadav: ‘ইডি-সিবিআই বিজেপির খেলনা, এরা শুধু বিরোধীদের দেখতে পায়; নীরব মোদি-মেহুল চোকসি-বিজয় মালিয়াকে নয়;’
Tejashwi Yadav (Photo Credits: ANI)

পাটনা, ৪ অগাস্ট:  এবার বিরোধী দলগুলিকে জব্দ করতে মোদি সরকারের ইডি চালনাকে এক হাত নিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব (Tejashwi Yadav)। তিনি বলেন, “ইডি হোক, সিবিআই হোক, আইটি হোক, তারা দুর্ভাগ্যবশত বিজেপির সেল হিসেবে কাজ করে। এই সাংবিধানিক তদন্তকারী সংস্থাগুলি বিজেপির খেলনার মতো। এমন তাপের মধ্যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলিকে কাজ করতে হচ্ছে যে, তারা আর ন্যায্য বিচার করার সুযোগ সময়, কোনওটিই পাচ্ছে না।” আরও পড়ুন-Har Ghar Tiranga Anthem: অমিতাভ, অক্ষয়, সোনু, আশা, অজয়, অনুপম; হর ঘর তেরঙ্গার অ্য়ানথেম ভিডিওয় বলিউডের চাঁদের হাট

পড়ুন টুইট

তিনি আরও বলেন, “কোনওরকম তদন্ত নিয়ে আমরা ভীত নই। শুধু এই তদন্তকারী সংস্থাগুলিকে মনে করিয়ে দিতে চাই, কোথায় গেলেন বিজয় মালিয়া, মেহুল চোকসি, নীরব মোদি? কেউ তাদের খুঁজছে না। গোয়েন্দা সংস্থার নজরে শুধু, তৃণমূল, কংগ্রেস, আরজেডি ও সমাজবাদী পার্টির লোকজন।”

তেজস্বী যাদবের বক্তব্য

ন্যাশনাল হেরাল্ড কেসে রাহুল গান্ধী, সনিয়া গান্ধীকে আগেই জেরা করেছে ইডি। এবার হেরাল্ড হাউসে ইডির আনাগোনা শুরু হতেই রাহুল গান্ধী জানিয়ে দিয়েছেন, মোদি সরকারকে কংগ্রেস ভয় পায় না।