Sushmita Dev Resigns: কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন সুস্মিতা দেব

নতুন দিল্লি, ১৬ আগস্ট: তৃণমূলে যোগ দিলেন অসমের প্রাক্তন কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব (Sushmita Dev)। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে গিয়ে তিনি রাজ্যের শাসকদলে যোগ দেন। আজই কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সনিয়া গান্ধীকে চিঠি দিয়ে কংগ্রেস ছাড়েন শিলচরের প্রাক্তন সাংসদ তথা মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা৷ অসমের কংগ্রেস দলকে নিয়ে দিন দুয়েক আগেই সনিয়া ও রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন সুস্মিতা দেব৷ ঠিক দু'দিন বাদেই কংগ্রেসের সঙ্গে ৩০ বছরের সংসর্গ ত্যাগের সিদ্ধান্ত নিলেন এই রাজনীতিক৷

ত্রিপুরার পর বার অসমে সংগঠনের ভিত শক্ত করতে উঠেপড়ে লেগেছে তৃণমূল কংগ্রেস৷ ইতিমধ্যেই একধাপ এগিয়ে গিয়ে নির্দল বিধায়ক অখিল গগৈকে দলে নিতে প্রস্তাব পাঠিয়েছে তারা৷ এমতাবস্থায় সুস্মিতা দেবের তৃণমূলে যোগ দেওয়ার বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না৷ আরও পড়ুন-‘Khela Hobe Diwas’ In Agartala: আগরতলায় তৃণমূলের ‘খেলা হবে দিবস’, (দেখুন ভিডিও)

২০১৪-তে শিলচরের সাংসদ হন সুস্মিতা দেব৷ তবে দলে গুরুত্বপূর্ণ পদে থাকলেও প্রার্থী নির্বাচনে তাঁর মতামতকে সেভাবে গুরুত্ব না দেওয়ায় কোণঠাসা হয়ে পড়েছিলেন সুস্মিতা৷ বলা যায়, সেই ক্ষোভ থেকেই কংগ্রেসের সঙ্গে ৩ দশকের সম্পর্কের ইতি টানলেন এই নেত্রী৷