ফাইল ফটো (Photo Credits: Facebook)

মুম্বই: অবশেষে কাজে এল কর্মী-সমর্থকদের বিক্ষোভ। শরদ পাওয়ার (Sharad Pawar) জাতীয়তাবাদী কংগ্রেস দলের (Nationalist Congress Party) সর্বভারতীয় সভাপতি (national president) পদ থেকে ইস্তফা দেওয়ার (resignation) পর থেকেই মুম্বই (Mumbai)-সহ মহারাষ্ট্রের (Maharastra) বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছিলেন এনসিপি কর্মী-সমর্থকরা। শরদ পাওয়ার যাতে পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসেন তার দাবি জানাচ্ছিলেন। শুক্রবার মুম্বইয়ে এই বিষয় নিয়ে বৈঠক করে এনসিপির কোর কমিটি। তারপর শরদ পাওয়ারকে স্বপদে থেকে যাওয়ার আর্জি জানানো হয় তাদের তরফে। তাতেই যেন বরফ গলল! শুক্রবার বিকেলে সাংবাদিক বৈঠক করে নিজের সিদ্ধান্ত পালটে নেওয়ার কথা ঘোষণা করলেন বর্ষীয়ান রাজনীতিবিদ শরদ পাওয়ার।

এপ্রসঙ্গে তিনি বলেন, "আমি আমার সিদ্ধান্ত ফিরিয়ে নিচ্ছি। আমি কোনওভাবেই আপনাদের অনুভূতিকে (sentiments) অশ্রদ্ধা (disrespect) করতে চাই না। আপনাদের ভালোবাসার জন্যই সিনিয়র এনসিপি নেতারা বৈঠক করে যে সিদ্ধান্ত নিয়েছেন এবং আমাকে পদত্যাগপত্র ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন তাকে আমি সম্মান জানাই। তাই জাতীয়তাবাদী কংগ্রেস দলের জাতীয় সভাপতি পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত আমি ফিরিয়ে নিলাম।"

গত মঙ্গলবার ২৪ বছর পর এনসিপি-র প্রধানের পদ থেকে ইস্তফা দেন শরদ পাওয়ার। তাঁর ইস্তফা তোলার দাবিতে এনসিপি নেতারা ধরণায় বসেন। সেই ক্ষোভ কমাতে অজিত পাওয়ার বলেছিলেন, শরদ পাওয়ার নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য দিন দুই-তিনেক সময় চেয়েছেন।