মোহন ভাগবত( Photo Credit-ANI)

২৭মে, ২০১৯:বিজেপির(BJP) বিপুল সাফল্য নতুন করে জোয়ার এনেছে সঙ্ঘ পরিবারে। নতুন করে জেগে উঠেছে রাম মন্দির(Ram Temple) নির্মাণের হুজুগ। রবিবার রাজস্থানের উদয়পুরে একটি সংভায় সঙ্ঘ প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)রীতিমত হুঙ্কার দিয়ে বলেছেন, ‌‘‌এবার অযোধ্যায় (Ayadha)রাম মন্দির তৈরি হবেই। রামের কাজ পূর্ণ করতে হবে। আমাদের সকলের ভিতরেই রাম বিরাজ করেন। কিন্তু তাঁক কাজ পূরণ করার ক্ষমতা কয়েকজনের হােতই থাকে। সেই কাজ যাতে দেখা শোনা করা হয় তার জন্যও একজনের দরকার।’‌

মোহনের বক্তব্যের পরতে পরতে প্রকাশ পেয়ে রাম মন্দির তৈরির বার্তা। ২০১৪ সালে লোকসভা ভোটে বিজেপি প্রতিশ্রুতি গিয়েছিল ক্ষমতায় এলে অযোধ্যায় রাম মন্দির তৈরি হবে অযোধ্যায়। কিন্তু সে প্রতিশ্রুতি পূরণ করেনি মোদি। এই নিয়ে ২০১৯ –এর লোকসভা ভোটের আগে শরিকদের কাছে বেকায়দায় পড়তে হয়েছে মোদি–অমিত শাহকে। শিবসেনা থেকে শুরু করে আরএসএস সকলেই হুমকি দিয়েছিল রামমন্দির তৈরি না হলে নরেন্দ্র মোদি (Narendra Modi) আর প্রধানমন্ত্রী থাকবেন না। যদিও সেই সব হুমকি উপেক্ষা করেই বিজেপি একাই ৩০০–র ও বেশি আসন পেয়েছে।