বেঙ্গালুরু: কর্নাটকে (Karnataka) কংগ্রেসের (congress) জয়ের আভাস পেতেই দলের নেতা-কর্মীরা রাহুল গান্ধী (Rahul Gandhi) ২০২৪ সালের লোকসভা নির্বাচনে (Lok sabha Election 2024) জিতে ভারতের প্রধানমন্ত্রী (Indian Prime Minister) হবেন বলে দাবি করতে থাকেন। এই বিষয়ে প্রিয়াঙ্কা গান্ধীকে (Priyanka Gandhi) প্রশ্ন করা হলে একগাল হেসে তিনি জানান ভবিষ্যতে কী হবে তা মানুষই বলে দেবে।
এপ্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উচ্ছ্বসিত কণ্ঠে কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা বলেন, "আমি আগেই বলেছিলাম যে কর্নাটকে ক্ষমতায় আসা প্রচুর দায়িত্বের (huge responsibility) কাজ। আমরা মানুষের কাছে কিছ প্রতিশ্রুতি নিয়ে গেছিলাম এবং আমাদের সেগুলিকে পূরণ করতেই হবে। মানুষের জন্য কাজ করতেই হবে আমাদের। মানুষই বলে দেবে ভবিষ্যতে কী হবে।" আরও পড়ুন: Karnataka Election Results 2023: কংগ্রেসের কর্ণাটক জয়ের পর মুখ খুললেন মোদী, কী বললেন প্রধানমন্ত্রী
দেখুন ভিডিয়ো:
#WATCH | #KarnatakaElectionResults | "As I said, this (coming to power in Karnataka) is a huge responsibility. We went to the people with a few guarantees & we have to fulfill them. We have to work for the people. Public will tell us what will happen next," says Priyanka Gandhi… pic.twitter.com/8m7LT89WTf
— ANI (@ANI) May 13, 2023