ফাইল ফটো (Photo Credit: Instagram)

আগরতলা: আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা নির্বাচন (Tripura Assembly Elections ২০২৩) অনুষ্ঠিত হবে। তার আগে ১১ ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল ত্রিপুরায় গিয়ে দুটি নির্বাচনী জনসভা (Election rallies) করবেন দেশের প্রধানমন্ত্রী (Prime Minister) ও বিজেপির (BJP) প্রধান মুখ নরেন্দ্র মোদি (Narendra Modi)। শুক্রবার একথা জানালেন ত্রিপুরা (Tripura) বিজেপির (BJP) মিডিয়া ইনচার্জ (Media-in-charge) সুনীত সরকার।

আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ত্রিপুরার রাজধানী আগরতলার (Agartala) মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে (Maharaja Bir Bikram Airport) পৌঁছনোর পর সেখানে তাঁকে স্বাগত জানাবেন মুখ্যমন্ত্রী মানিক সাহা (Chief Minister Manik Saha), বিজেপির রাজ্য নির্বাচনী ইনচার্জ মহেশ শর্মা ও দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য।

বিজেপি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুপুর ১২টা নাগাদ প্রথম জনসভাটি করবেন ধলাই জেলার (Dhalai district) আমবাসায় (Ambassa)। আর ৩টে নাগাদ দ্বিতীয় জনসভাটি হবে গোমাটিতে (Gomati)। প্রধানমন্ত্রীর সফরের আগে জনসভার স্থানগুলির প্রস্তুতি খতিয়ে দেখেন সম্বিত পাত্র-সহ কেন্দ্রীয় ও রাজ্য বিজেপি নেতারা। প্রশাসনের তরফেও চারিদিকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

১১ তারিখের পর ফের ১৩ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ত্রিপুরায় দলীয় প্রার্থীদের হয়ে নির্বাচনী জনসভা করতে আসতে পারে বলে জানিয়েছেন সুনীত সরকার।