ঝুনঝুনু: রাজস্থানে বিধানসভা নির্বাচনের (Rajasthan Assembly Elections 2023) প্রচারের পারদ ক্রমশ বাড়ছে। সময় বৃদ্ধির সঙ্গে বিভিন্ন নেতা-নেত্রীরা একে অপরকে তীব্র আক্রমণ করছেন। এর মাঝেই রবিবার রাজস্থানের ঝুনঝুনু (Jhunjhunu) এলাকায় বক্তব্য রাখতে গিয়ে রাজস্থানে জাদুগর (Jaadugar) ও বাজিগরের (Baazigar) খেলা চলছে কংগ্রেসকে (Congress) কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)।
কংগ্রেসের অন্দরে অশোক গেহলট ও সচিন পাইলটের দ্বন্দ্বকে কটাক্ষ করে তিনি বলেন, "একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী গেহলট স্বীকার করেছেন যে তাঁর বিধায়ক এবং প্রার্থীরা গত ৫ বছরে কোনও কাজ করেননি। কারণ রাজস্থানে তখন 'জাদুগর' আর বাজিগর'র খেলা চলছিল। আর এর ফাঁকে কংগ্রেস নেতারা টাকা (money) লুটপাট করতে ব্যস্ত ছিল। যে কংগ্রেস রাজস্থানকে ধ্বংস (destroyed) করেছে তাদের কি এখানে ফের ক্ষমতায় (power) আসা উচিত?"
দেখুন ভিডিয়ো:
#WATCH | Rajasthan: Prime Minister Narendra Modi while addressing a public rally in Jhunjhunu, says "In a public address, CM Gehlot accepted that his MLAs and candidates did not do any work in the last 5 years. This is because in Rajasthan, there was a game of 'Jaadugar' and… pic.twitter.com/x0WEN6HECw
— ANI (@ANI) November 19, 2023
কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প সম্পর্কে মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, "আজ কোটি কোটি মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা (free healthcare) পাচ্ছে। জন ঔষধি কেন্দ্রে (Jan Aushadhi centres) ৮০% ছাড়ে ওষুধ (medicine) দেওয়া হচ্ছে। ১০০ টাকার ওষুধ পাওয়া যাচ্ছে ২০ টাকায়। এর ফলে গরিবদের (poor) মোট ১,২৫ লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে।" আরও পড়ুন: Telangana Assembly Elections 2023: তেলাঙ্গানায় BRS-এ যোগ বিজেপি প্রার্থীর ছেলের! অস্বস্তিতে গেরুয়া শিবির
দেখুন ভিডিয়ো:
#WATCH | Rajasthan: Prime Minister Narendra Modi while addressing a public rally in Jhunjhunu, says "Today, crores of people are getting free healthcare services. At Jan Aushadhi centres, medicines are being given at a discount of 80%. A medicine worth Rs 100 is available at Rs… pic.twitter.com/c6WRxQReco
— ANI (@ANI) November 19, 2023