২৩মে, ২০১৯: আর সময় নষ্ট না করেই ফলাফল প্রকাশের দু’দিনের মধ্যেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে সরকার গঠনের দাবি জানালেন এনডিএ(NDA)–র নবনির্বাচিত নেতা নরেন্দ্র মোদি। তার আগে সংসদের সেন্ট্রাল (Central Hal)হলে এনডিএ–র নির্বাচিত জনপ্রতিনিধিদের সভায় আনুষ্ঠানিকভাবে নেতা নির্বাচিত করা হয় মোদিকে।
২০১৪ কে ছাপিয়ে গিয়ে বিজেপি এবার একাই সরকার গঠনের দাবিদার। তবে শরিকদের সঙ্গে রেখেই এগোতে চায় দল। আগেই জানিয়েছিলেন বিজেপির সেনাপতি অমিত শাহ। সেইমতোই কাজ হল। সুপরিকল্পিত সিদ্ধান্ত। দেশের সব নির্বাচিত প্রতিনিধিদের সমবেত করে সেন্ট্রাল হলে আনুষ্ঠানি এই নেতা নির্বাচনে অংশীদার ছিলেন বিজেপির প্রবীণ নেতারাও। জোট অক্ষুন্ন রাখার বার্তা দিয়ে মোদি বলেন, ‘আদর্শ মেনেই জোট করতে হয়। বিশ্বাস হারালে পদ থেকে সরিয়ে দেয়। তাই সৎ ব্যক্তিকেই দেশ বেছে নেয়। গণতন্ত্রে সবার উপরে মানুষ।’
দলের নেতাদের সতর্ক হয়ে কাজ করার আবেদন জানিয়েছেন তিনি।
এবারের সংসদে সবচেয়ে বেশি মহিলা সাংসদ নির্বাচিত হয়েছেন। তাই নারীর ক্ষমতায়নে জোর দিয়েছেন তিনি। দ্বিতীয়বার বিপুল ভোটে জয়ী হয়েও অহঙ্কার থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন মোদি।