Photo Credits: ANI

ভোপাল: আগামী নভেম্বর মাসে বিধানসভা নির্বাচন হবে মধ্যপ্রদেশে (Madhya Pradesh Assembly Election 2023)। তাই সব দলই কোমর বেঁধে নেমে পড়েছে ভোট প্রচারের ময়দানে। রাজ্যের জনগণকে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি একে অপরের বিরুদ্ধে তোপ দাগছেন কংগ্রেস (Congress) ও বিজেপি (BJP) নেতা-নেত্রীরা। শনিবার যেমন সাংবাদিকের মুখোমুখি হয়ে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ (former CM Kamal Nath) ও বর্ষীয়ান কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংকে (Digvijaya Singh) তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা ও রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (MP CM Shivraj Singh Chouhan)।

এপ্রসঙ্গে তিনি বলেন, "কংগ্রেস নির্বাচনটা করতে চাইছে কংগ্রেস সাংসদ (Congress MP) ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের ছেলে নকুল নাথ (Nakul Nath) ও দিগ্বিজয় সিংয়ের ছেলে কংগ্রেস বিধায়ক জয়বর্ধন সিংয়ের (Jaivardhan Singh) ভবিষ্যৎ (future) তৈরি করার জন্য। মধ্যপ্রদেশে দেখা যাচ্ছে যে কংগ্রেসের টিকিট বিলির ফ্যাঞ্চাইজি (franchise) মল্লিকার্জ্জুন খাড়গে (Mallikarjun Kharge) কমল নাথকে দিয়েছেন। আর সেই ফ্যাঞ্চাইজি নেওয়ার পর কমল নাথ আর কারও কথা শুনছেন না। তিনি নকুল নাথকে প্রতিষ্ঠিত করতে চাইছেন আর অন্যদিকে দিগ্বিজয় সিং চাইছেন জয়বর্ধনকে প্রতিষ্ঠিত করতে।" আরও পড়ুন: Amit Shah : পুলিশ মেমোরিয়াল দিবসে নতুন ৩ টি আইন আনার কথা ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

দেখুন ভিডিয়ো: