নরেন্দ্র মোদি ও মমতা ব্যানার্জি( File pic)

কলকাতা, ২৩ মে: মমতা ব্যানার্জি (Mamata Banerjee)- র রাজ্যে একেবারে নরেন্দ্র মোদী (Narendra Modi) ঝড়। রেকর্ড সংখ্যাক জনসভা করে, রাজ্যে বিরোধী ভোটের সবটা নিজের ঘরে টেনে এনে, মমতা ব্যানার্জি-র সরকারের বিরোধী থাকা প্রতিষ্ঠান বিরোধিতা কাজে লাগিয়ে একেবারে বাঙলায় গেরুয়া ঝড় তুললেন মোদী-শাহ। রাজ্যে তিনটি বিধানসভা আসনের দল একেবারে ১৬টারও বেশি লোকসভা কেন্দ্র জয়ের দোরগড়ায়। পরিষ্কার দেখা যাচ্ছে কোচবিহার থেকে আলিপুরদুয়ার। জলপাইগুড়ি থেকে বালুরঘাট। সঙ্গে দার্জিলিং ধরে রেখে উত্তরবঙ্গ জুড়ে ঝড় তুলল বিজেপি। সঙ্গে গনি খানের মালদাতেও আসন জিতে চমকে দিল বিজেপি। জঙ্গলমহলেও বিজেপি-র দাপট। আসানসোলে সাত তৃণমূল বিধায়কের কেন্দ্রে থেকে ফের জিতলেন বাবুল সুপ্রিয়।

রায়গঞ্জের মত চতুর্মুখী আসনেও বিজেপি শেষ হাসি হাসল।  ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর-জঙ্গলমহলের চার আসনেই এগিয়ে বিজেপি।

তৃণমূল (২১টি আসনে এগিয়ে অথবা জয়ী)

জয়ী- কলকাতা দক্ষিণ, ঘাটাল, দমদম, যাদবপুর

এগিয়ে- মালদা উত্তর, জঙ্গিপুর, কৃষ্ণনগর, বর্ধমান পূর্ব, বীরভূম, বোলপুর, শ্রীরামপুর, হুগলি,  হাওড়া, উলবেড়িয়া, তমলুক, আরামবাগ, কাঁথি, কলকাতা উত্তর, ডায়মন্ড হারবার, বারাসত, বসিরহাট, জয়নগর, বসিরহাট, মথুরাপুর।।

বিজেপি (১৯টি আসনে জয়ী অথবা এগিয়ে)

জয়ী-হুগলী, দার্জিলিং, আসানসোল, মালদহ দক্ষিণ,  মেদিনীপুর, বিষ্ণুপুর, ব্যারাকাপুর।

এগিয়ে-কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, রায়গঞ্জ, বালুরঘাট, রানাঘাট, বনগাঁ, বর্ধমান-দুর্গাপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া।

কংগ্রেস (১টি আসনে এগিয়ে)

জয়ী-

এগিয়ে-বহরমপুর

মোট আসন ৪২

তৃণমূল এগিয়ে/জয়ী: ২৪

বিজেপি এগিয়ে/জয়ী: ১৭

কংগ্রেস এগিয়ে/জয়ী: ১

ভোটের ফল পরিষ্কার হওয়ার পর টুইট করেন মমতা ব্যানার্জি।

১১ রাউন্ড ভোটগণনার শেষে পশ্চিমবঙ্গের(West Bengal) লোকসভা নির্বাচনের যে তথ্য উঠে এসেছে৷ তাতে একটি বিষয় স্পষ্ট৷ ২০১৪ সালের লোকসভা ভোট বা ২০১৬ সালের বিধানসভা নির্বাচন। রাজ্যে একসময়, আতশকাঁচ দিয়েই খুঁজতে হত বিজেপিকে। কিন্তু এবারের লোকসভা ভোটে ফল ভাল হয়েছে তাঁদের। রাজ্যে মাত্র দুই আসনের গণ্ডি ছাড়িয়ে এখনও পর্যন্ত বিজেপি এগিয়ে রয়েছে প্রায় ১৯টি আসনে৷

ইতিমধ্যেই ভোটগণনায় যেসব নেতারা ইতিমধ্যেই জয়ের শিরোপা পেয়েছেন, সেই সমস্ত বিজয়ীদের অভিনন্দন জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। তিনি টুইটে লেখেন, ‘ভোটে হার মানেই হার নয়৷ ইভিএম ও ভিভিপ্যাট গণনা শেষ হোক৷ আমরা ফল নিয়ে পর্যালোচনা করব৷ পর্যালোচনার পরই মতামত জানাব৷’‌‌