জম্মু ও কাশ্মীর: লোকসভা নির্বাচনের আগে দেশের বিভিন্ন স্থানের রাজনীতিবিদদের ক্রমাগত দল পরিবর্তন করে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিতে দেখা যাচ্ছে। এই ধারাবাহিকতা জম্মু ও কাশ্মীরেও (Jammu and Kashmir) দেখা গেলো। জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স (Jammu and Kashmir National Conference- JKNC)-এর নেতা এবং প্রাক্তন বিধান পরিষদ সদস্য শেহনাজ গানাই (Shahnaz Ganai) সোমবার ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন। গণাই কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং, বিজেপির সাধারণ সম্পাদক এবং জম্মু ও কাশ্মীরের ইনচার্জ তরুণ চুগ এবং জাতীয় মুখপাত্র সৈয়দ জাফর ইসলামের উপস্থিতিতে কেন্দ্রের শাসক দলের সদস্যপদ নেন।
দেখুন
#WATCH | JKNC leader Dr Shahnaz Ganai joins BJP at party headquarters, in Delhi pic.twitter.com/sbKUmUImwz
— ANI (@ANI) February 12, 2024
পুঞ্চ জেলার বাসিন্দা শেহনাজ প্রবীণ এনসি নেতা এবং প্রাক্তন মন্ত্রী গোলাম আহমেদ গানাইয়ের মেয়ে। তিনি পীর পাঞ্জাল অঞ্চলে তাঁর স্পষ্টভাষার জন্য জনপ্রিয়।