সিমলা: হিমাচল প্রদেশে (Himachal Pradesh) ফের ক্ষমতায় এলে ওয়াকফ সম্পত্তির (Waqf Properties) বেআইনি ব্যবহার রুখতে সমীক্ষা (Survey) চালাবে বিজেপি (BJP) সরকার। রবিবার একথাই জানিয়ে দিলেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)।
হিমাচলের ভোট উপলক্ষে সিমলার (Shimla) হোটেল পিটারহফে (Hotel Peterhoff) বিজেপির নির্বাচনী ইস্তেহার (Election manifes) 'সংকল্প পত্র' (Sankalp Part) প্রকাশিত হয় রবিবার। সেই কারণে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে, পাহাড়ের এই রাজ্যে ফের ক্ষমতায় ফিরলে ওয়াকফ সম্পত্তির বেআইনি ব্যবহার রুখতে বিজেপি সরকার সবরকম উদ্যোগ নেবে বলে দাবি করেন জেপি নাড্ডা।
এপ্রসঙ্গে বলে, দীর্ঘদিন ধরেই হিমাচল প্রদেশে বিভিন্ন ওয়াকফ সম্পত্তির কেউ কেউ বেআইনি ব্যবহার করছে বলে অভিযোগ উঠছে। বিজেপি ফের ওই রাজ্যে ক্ষমতায় ফিরলে বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি সমীক্ষা করা হবে। দেখা হবে ওই সম্পত্তির ব্যবহার জনস্বার্থে হচ্ছে না কেউ কেউ অবৈধভাবে তার সুবিধা নিচ্ছে।
BJP will conduct a survey, Waqf properties will be investigated as per law under a judicial commission and their illegal usages will be stopped: BJP national president JP Nadda releases party's manifesto for #HimachalPradeshElections pic.twitter.com/8QTseWe04h
— ANI (@ANI) November 6, 2022
নির্বাচনী ইস্তেহার প্রকাশ করার পাশাপাশি রবিবার দুপুরে সিমলায় দলীয় প্রার্থীদের ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে জনসম্পর্ক অভিযান চালান বিজেপির সর্বভারতীয় জেপি নাড্ডা।
BJP national president JP Nadda starts 'jan sampark abhiyan' in Shimla. CM Jairam Thakur also with him.#HimachalPradeshElections pic.twitter.com/Ot6DehX7aY
— ANI (@ANI) November 6, 2022