BJP. (Photo Credits: Twitter)

আমেদাবাদ: নির্বাচন কমিশনের তরফে এখনও দিনক্ষণ ঘোষণা করা না হয়নি। কিন্তু, রাজনৈতিক দলগুলির তৎপরতা দেখলে মনে হবে কাউন্টডাউন শুরু হয়ে গেছে গুজরাট বিধানসভা নির্বাচনের (Gujarat Assembly Elections)।

বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, খুব তাড়াতাড়ি নির্বাচনের দিন ঘোষণা হবে। তাই বিভিন্ন রাজনৈতিক দলগুলি নির্বাচনের লড়াই করার পরিকল্পনাতে ব্যস্ত রয়েছে। এর মাঝেই কোন রাজনৈতিক দল গুজরাটের (Gujarat) ক্ষমতা দখল করবে তা নিয়ে সমীক্ষা (Opinion Poll) করেছে লোক পোল (Lok Poll) নামে একটি সংস্থা।

তাতে দেখা যাচ্ছে, ফের গুজরাটের একক সংখ্যাগরিষ্ঠ দল (Single Largest Party) হিসেবে নির্বাচিত হতে চলেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। রাজ্যের মোট ১৮২টি আসনের মধ্যে তাদের ঝুলিতে আসতে চলেছে ১১২টি। আর ৬১টি আসন পেয়ে দ্বিতীয় স্থানে থাকবে কংগ্রেস (Congress)। অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি (AAP) অনেক চেষ্টা করেও ৪টির বেশি আসন পাবে না বলে জানানো হয়েছে ওই সমীক্ষায়।