মারা: মিজোরামের (Mizoram) মারা স্ব-শাসিত জেলা কাউন্সিলের (Mara Autonomous District Council) অন্তর্গত ভিলেজ কাউন্সিলস (Village Councils) বা গ্রাম পঞ্চায়েতের ভোটে রাজ্যের শাসকদল মিজো ন্যাশনাল ফ্রন্ট (Mizo National Front)-কে পরাজিত করে জয়ী হল বিজেপি (BJP)। মোট ৯৯টি আসনের মধ্যে ৪১টিতে বিজয়ী হয়েছেন গেরুয়া শিবিরের প্রার্থীরা। আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে বিজেপির এই জয় তাদের দলের নেতা-কর্মীদের বাড়তি অক্সিজেন জোগাবে বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।
গত ১৮ এপ্রিল নির্বাচন হয়েছিল মারা স্ব-শাসিত জেলা কাউন্সিলের অন্তর্গত ভিলেজ কাউন্সিলের। আর গত বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফল প্রকাশ করে। তাতে দেখা যায়, ৯৯টি আসনের মধ্যে ৪১টিতে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা। আর মিজোরামের শাসকদল মিজো ন্যাশনাল ফ্রন্ট ২৫, কংগ্রেস ৮টি, জোরাম পিপিলস মুভমেন্ট এবং নির্দল পেয়েছে ১টি আসন। অন্যদিকে ২২টি গ্রাম পঞ্চায়েতে কোনও দল সংখ্যাগরিষ্ঠতা পায়নি।
কমিশন সূত্রে জানা গেছে, মারা স্ব-শাসিত জেলা কাউন্সিলে মোট ৪৩ হাজার ১২০ জন ভোটার আছেন। গত ১৮ এপ্রিল হওয়া নির্বাচনে ১৬ হাজার ৯৮৮ জন মহিলা-সহ মোট ৩৩ হাজার ৪৩২ জন ভোট দেন। আর এই জেলা কাউন্সিলের মধ্য়ে থাকা ৪৯২টি আসনের মধ্যে ৪৭ জন মহিলাদের জন্য সংরক্ষিত আসন-সহ মোট ২৩২টিতে জয়ী হয়েছে বিজেপি। অন্যদিকে ৩৩টি মহিলা সংরক্ষিত আসন-সহ ১২৭টিতে জয়ী হয়েছে মিজো ন্যাশনাল ফ্রন্ট। আর কংগ্রেস ১৫টি সংরক্ষিত আসন-সহ জয়ী হয়েছে মোট ৭৮টিতে।
গেরুয়া শিবিরের এই জয়ের জন্য মারা-সহ মিজোরামের সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের বিজেপি সভাপতি ভামলালমুক্কা। এপ্রসঙ্গে তিনি বলেন, "মিজোরামের মানুষরা যখনই সুযোগ পেয়েছেন তখনই মুখ্যমন্ত্রী জোরমাথাঙ্গা ও তাঁর দলকে প্রতিটি স্তরের নির্বাচনে পরাজিত করে একটা বড় শিক্ষা দিতে চেয়েছেন। আর এটা থেকে এই বিষয়টি প্রমাণ হয়ে গেছে যে আসন্ন বিধানসভা নির্বাচনে মিজো ন্যাশনাল পার্টিকে তাঁরা রাজ্য থেকে উৎখাত করে দেবেন।"
#BJP swept the election to the Village Councils (VCs) under Mara Autonomous District Council (MADC) in #Mizoram by winning majority seats in 41 of the 99 VCs, officials said. pic.twitter.com/PXeDNFFiTB
— IANS (@ians_india) April 21, 2023