নতুন দিল্লি, ২৮ জুলাই: নতুন রাষ্ট্রপতিকে অবমাননার অভিযোগ আনল বিজেপি। অভিযোগের তির কংগ্রেস সাংসদ অধীর চৌধুরির (Adhir Chowdhury) দিকে। তিনি দ্রৌপদী মুর্মুকে ‘রাষ্ট্রপত্নী’ (Rashtrapatni) বলেছেন। দেশের এক নম্বর নাগরিক তথা সাংবিধানিক প্রধানকে কটাক্ষ করেছেন কংগ্রেস সাংসদ। এর জন্য কংগ্রেসকে ক্ষমা চাইতে হবে। এহেন দাবি তুলে এদিন লোকসভায় বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি সাংসদ ও মন্ত্রীরা। তালিকায় স্মৃতি ইরানি ও নির্মলা সীতারমণও ছিলেন। এই বিক্ষোভরত জেরে বেলা ১২ টা পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতুবি হয়ে যায়। একই দাবিতে সংসদের বাইরেও বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি নেতৃত্ব।
দেখুন ভিডিও এবং ছবি
Delhi | BJP MPs including Finance Minister Nirmala Sitharaman protest against Congress MP Adhir Ranjan Chowdhury on his 'Rashtrapatni' remark against President Droupadi Murmu, demand apology from Congress party pic.twitter.com/dXHL7OCtwy
— ANI (@ANI) July 28, 2022
Monsoon session | BJP demands apology from Congress on Congress MP Adhir Chowdhury's 'Rashtrapatni' remark against President Droupadi Murmu
Lok Sabha adjourned till 12 noon pic.twitter.com/hLkyV3Oe8g
— ANI (@ANI) July 28, 2022
অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন, “অধীর চৌধুরি এহেন মন্তব্যের পরিপ্রেক্ষিতে সনিয়া গান্ধীর উচিত দেশ ও দেশের রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া।”